Green House এর অর্থ হল শীত প্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য কাঁচের ঘর।শীত প্রধান দেশে রৌদ্রজ্বল শীতের দিনে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলেও কাচের ঘরের ভিতরে উষ্ণতা অধিক থাকে ফলে উদ্ভিদের জৈবিক কাজ সম্পাদন করতে অসুবিধা হয় না।সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে কাচের ঘরে সহজেই প্রবেশ করতে পারলেও মাটি ও উদ্ভিদের দ্বারা প্রতিফলিত হয়ে বৃহৎ তরঙ্গের তাপ কাঁচের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে ফিরতে পারে না।এর ফলে কাঁচের ঘরে উচ্চ তাপমাত্রা বজায় থাকে। একইভাবে বর্তমানকালে বাতাসে কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রোজেন অক্সাইড ,CFC,জলীয় বাষ্প ইত্যাদি গ্রীন হাউস গ্যাস গুলির মাত্রারিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীতে একটি গ্যাসীয় স্তরের সৃষ্টি হয়েছে যা গ্রীন হাউস এর কাঁচের দেয়াল এর মতো আচরণ করে।এই আস্তরনের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গের সৌরকিরণ পৃথিবীতে প্রবেশ করলেও বৃহৎ তরঙ্গের সৌরকিরণ মহাশূন্যে ফিরে যেতে পারে না।এই গ্যাসগুলির স্তরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠ এ ফিরে আসে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রাকে উতপ্ত করে।এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকেই গ্রীন হাউস প্রভাব ...
Class 9-12-B.A-B.Sc geography questions and answers ,Geography practical,Geography suggestions,Physical geography, regional Geography,social Geography, climatology,hydrology, oceanography,geomorphology ,geotectonic, soil and biogeography,environmental Geography,political Geography,cultural Geography, tourism Geography,population and settlement Geography,economic Geography,Remote sensing, GIS,statistics etc.