এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ? ৫ই জুন , ২০২৪ মানুষ প্রকৃতির প্রতি বরাবরই একটু নির্দয়। পরিবেশ সচেতনতাবোধ মানুষের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। এই সচেতনতা জাগিয়ে তোলার জন্য প্রতিবছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। তাহলে জেনে নেওয়া যাক এই দিনের ইতিহাস। ১৯৭২ সালে ৫ই জুন সুইডেনের স্টকহোমে মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সম্পদের যথাযথ ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ের উপর ভবিষ্যৎ পরিকল্পনা গড়ে তোলা। দিনটিকে সম্মান করে 1974 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় এবং এরপর থেকে প্রতিবছরই এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় বা থিম নিয়ে পালন করা হয়। প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল 'Only one Earth' যা পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন শহরে । ২০১৮ সালে আমাদের দেশের রাজধানী নিউ দিল্লি তে দিনটি পালন করা হ...
Class 9-12-B.A-B.Sc geography questions and answers ,Geography practical,Geography suggestions,Physical geography, regional Geography,social Geography, climatology,hydrology, oceanography,geomorphology ,geotectonic, soil and biogeography,environmental Geography,political Geography,cultural Geography, tourism Geography,population and settlement Geography,economic Geography,Remote sensing, GIS,statistics etc.