🏙️ কলকাতার নগরায়ণ ও তার সমস্যা ✨ ভূমিকা নগরায়ণ বা Urbanization হল সেই প্রক্রিয়া, যার মাধ্যমে একটি গ্রামীণ অঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয়। উন্নয়নের প্রতীক হিসেবে নগরায়ণ অনেক ভালো দিক তৈরি করলেও, এর কিছু নেতিবাচক দিকও রয়েছে — বিশেষ করে যদি পরিকল্পনাহীনভাবে নগরায়ণ ঘটে। কলকাতা , যা একসময়ে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সেই শহর আজ জনসংখ্যার চাপে এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে নানা সমস্যায় জর্জরিত। 🧭 কলকাতার নগরায়ণের ইতিহাস কলকাতার নগরায়ণ শুরু হয় ব্রিটিশ আমলে। ১৮৭৬ সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠিত হয়। তখন থেকে আজ পর্যন্ত শহরটি বিস্তার লাভ করেছে হাওড়া, সল্টলেক, নিউটাউন, বরানগর, গড়িয়া, বেহালা, বারুইপুর, দমদম ইত্যাদি অঞ্চল জুড়ে। শহরের রূপ বদলেছে: প্রাসাদোপম ভবন ও শপিং মল উড়ালপুল ও মেট্রো রেল তথ্যপ্রযুক্তি পার্ক ও আবাসন প্রকল্প 🌇 নগরায়ণের সুফল কলকাতায় নগরায়ণের ফলে কিছু সুবিধাও হয়েছে। যেমন: শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আইটি ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে চাকরির সুযোগ বৃদ্ধি ❌ নগরায়ণের সমস্যাগুলো কিন্তু এ...
Class 9-12-B.A-B.Sc geography questions and answers ,Geography practical,Geography suggestions,Physical geography, regional Geography,social Geography, climatology,hydrology, oceanography,geomorphology ,geotectonic, soil and biogeography,environmental Geography,political Geography,cultural Geography, tourism Geography,population and settlement Geography,economic Geography,Remote sensing, GIS,statistics etc.