সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতের কর ব্যবস্থা (Tax System of India): বৈশিষ্ট্য, গুরুত্ব ও চ্যালেঞ্জ

  ভারতের কর ব্যবস্থা (Tax System of India) ভূমিকা কর (Tax) হলো সরকারের প্রধান আয় উৎস। কর প্রদানের মাধ্যমে সরকার দেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে খরচ করার অর্থ সংগ্রহ করে। ভারতের কর ব্যবস্থা একটি সুসংগঠিত কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ভারতের কর ব্যবস্থার বৈশিষ্ট্য 1. ভারত একটি ফেডারেল দেশ, তাই কর আদায়ের ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভক্ত। 2. কর মূলত দুই ভাগে বিভক্ত – সরাসরি কর (Direct Tax) পরোক্ষ কর (Indirect Tax)   প্রত্যক্ষ কর (Direct Tax) সরাসরি কর হলো সেই কর, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, সম্পদ বা লাভের উপর ধার্য করা হয় এবং সরাসরি সরকারকে প্রদান করতে হয়।  প্রত্যক্ষ করসমূহ: আয়কর (Income Tax): সাধারণ নাগরিক বা প্রতিষ্ঠানের আয় অনুযায়ী ধার্য হয়। কোম্পানি কর (Corporate Tax): কোম্পানির নিট মুনাফার উপর ধার্য হয়। পুঁজিবাজার লাভ কর (Capital Gains Tax): শেয়ার, জমি বা অন্য সম্পত্তি বিক্রি করে অর্জিত লাভের উপর ধার্য হয়। সম্পদ কর (Wealth Tax): বর্তমানে এটি বাতিল করা হয়েছে। পরোক্ষ ...

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...