ভারতের কর ব্যবস্থা (Tax System of India) ভূমিকা কর (Tax) হলো সরকারের প্রধান আয় উৎস। কর প্রদানের মাধ্যমে সরকার দেশের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে খরচ করার অর্থ সংগ্রহ করে। ভারতের কর ব্যবস্থা একটি সুসংগঠিত কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ভারতের কর ব্যবস্থার বৈশিষ্ট্য 1. ভারত একটি ফেডারেল দেশ, তাই কর আদায়ের ক্ষমতা কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভক্ত। 2. কর মূলত দুই ভাগে বিভক্ত – সরাসরি কর (Direct Tax) পরোক্ষ কর (Indirect Tax) প্রত্যক্ষ কর (Direct Tax) সরাসরি কর হলো সেই কর, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, সম্পদ বা লাভের উপর ধার্য করা হয় এবং সরাসরি সরকারকে প্রদান করতে হয়। প্রত্যক্ষ করসমূহ: আয়কর (Income Tax): সাধারণ নাগরিক বা প্রতিষ্ঠানের আয় অনুযায়ী ধার্য হয়। কোম্পানি কর (Corporate Tax): কোম্পানির নিট মুনাফার উপর ধার্য হয়। পুঁজিবাজার লাভ কর (Capital Gains Tax): শেয়ার, জমি বা অন্য সম্পত্তি বিক্রি করে অর্জিত লাভের উপর ধার্য হয়। সম্পদ কর (Wealth Tax): বর্তমানে এটি বাতিল করা হয়েছে। পরোক্ষ ...
Class 9-12-B.A-B.Sc geography questions and answers ,Geography practical,Geography suggestions,Physical geography, regional Geography,social Geography, climatology,hydrology, oceanography,geomorphology ,geotectonic, soil and biogeography,environmental Geography,political Geography,cultural Geography, tourism Geography,population and settlement Geography,economic Geography,Remote sensing, GIS,statistics etc.