সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

 চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ


1. চাহিদা বলতে কী বোঝায়?

a) আকাঙ্ক্ষা

b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা

c) উৎপাদন

d) সরবরাহ

✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা



2. চাহিদার তিনটি উপাদান হলো—

a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা

b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ

c) প্রয়োজন + আয় + শ্রম

d) শ্রম + পুঁজি + ভূমি

✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা



3. চাহিদার আইন কে প্রবর্তন করেন?

a) অ্যাডাম স্মিথ

b) আলফ্রেড মার্শাল

c) কেইনস

d) পিগু

✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল



4. চাহিদার আইনের মূল কথা কী?

a) দাম বাড়লে চাহিদা বাড়ে

b) দাম বাড়লে চাহিদা কমে

c) দাম কমলে চাহিদা কমে

d) আয় বাড়লে চাহিদা কমে

✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে



5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়?

a) ঊর্ধ্বমুখী

b) নিম্নমুখী

c) সমান্তরাল

d) উল্লম্ব

✔ উত্তর: b) নিম্নমুখী



6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না?

a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে

b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে

c) দাম অপরিবর্তিত থাকলে

d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে

✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে



7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে—

a) দাম

b) চাহিদার পরিমাণ

c) সরবরাহ

d) আয়

✔ উত্তর: b) চাহিদার পরিমাণ



8. চাহিদা বক্ররেখা আঁকতে Y অক্ষের উপর থাকে—

a) দাম

b) আয়

c) চাহিদা

d) উৎপাদন

✔ উত্তর: a) দাম



9. চাহিদা আইনের ব্যতিক্রম কোনটি?

a) সাধারণ দ্রব্য

b) গিফেন দ্রব্য

c) প্রতিস্থাপন দ্রব্য

d) যৌথ দ্রব্য

✔ উত্তর: b) গিফেন দ্রব্য



10. গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে—

a) চাহিদা বাড়ে

b) চাহিদা অপরিবর্তিত থাকে

c) চাহিদা কমে

d) সরবরাহ বাড়ে

✔ উত্তর: c) চাহিদা কমে



11. বিলাস দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে—

a) চাহিদা বাড়ে

b) চাহিদা কমে

c) চাহিদা অপরিবর্তিত থাকে

d) চাহিদা শূন্য হয়

✔ উত্তর: a) চাহিদা বাড়ে



12. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কেমন হয়?

a) সম্পূর্ণ অনমনীয়

b) সম্পূর্ণ স্থিতিস্থাপক

c) দামের উপর নির্ভরশীল

d) আয়ের উপর নির্ভরশীল

✔ উত্তর: a) সম্পূর্ণ অনমনীয়



13. চাহিদা সারণি কী প্রকাশ করে?

a) দাম ও চাহিদার সম্পর্ক

b) দাম ও সরবরাহের সম্পর্ক

c) আয় ও উৎপাদনের সম্পর্ক

d) ব্যয় ও মুনাফার সম্পর্ক

✔ উত্তর: a) দাম ও চাহিদার সম্পর্ক



14. ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদার মধ্যে পার্থক্য কী?

a) ব্যক্তির চাহিদা বনাম সবার মোট চাহিদা

b) এক দেশের চাহিদা বনাম বিদেশি চাহিদা

c) শহর বনাম গ্রাম

d) প্রয়োজন বনাম আকাঙ্ক্ষা

✔ উত্তর: a) ব্যক্তির চাহিদা বনাম সবার মোট চাহিদা



15. চাহিদা বাড়ার মানে কী?

a) দাম কমে

b) দাম না বদলিয়েও চাহিদা বাড়ে

c) দাম বাড়ে

d) আয় কমে

✔ উত্তর: b) দাম না বদলিয়েও চাহিদা বাড়ে



16. চাহিদা কমার মানে কী?

a) দাম বাড়ে

b) দাম না বদলিয়েও চাহিদা কমে

c) দাম কমে

d) সরবরাহ কমে

✔ উত্তর: b) দাম না বদলিয়েও চাহিদা কমে



17. চাহিদার বক্ররেখা ডানদিকে সরে গেলে বোঝায়—

a) চাহিদা বৃদ্ধি

b) চাহিদা হ্রাস

c) সরবরাহ বৃদ্ধি

d) দাম বৃদ্ধি

✔ উত্তর: a) চাহিদা বৃদ্ধি



18. চাহিদার বক্ররেখা বামদিকে সরে গেলে বোঝায়—

a) চাহিদা বৃদ্ধি

b) চাহিদা হ্রাস

c) সরবরাহ বৃদ্ধি

d) উৎপাদন বৃদ্ধি

✔ উত্তর: b) চাহিদা হ্রাস



19. ভবিষ্যতে দাম বাড়বে এই আশঙ্কায় বর্তমান চাহিদা বাড়ে – একে কী বলে?

a) ভবিষ্যত প্রত্যাশা প্রভাব

b) প্রতিস্থাপন প্রভাব

c) আয় প্রভাব

d) গিফেন প্রভাব

✔ উত্তর: a) ভবিষ্যত প্রত্যাশা প্রভাব



20. চাহিদা বৃদ্ধির একটি কারণ—

a) আয় বৃদ্ধি

b) জনসংখ্যা হ্রাস

c) ভোক্তার রুচি কমে যাওয়া

d) বিকল্প দ্রব্যের দাম কমা

✔ উত্তর: a) আয় বৃদ্ধি



21. চাহিদা হ্রাসের একটি কারণ—

a) আয় বৃদ্ধি

b) জনসংখ্যা বৃদ্ধি

c) বিকল্প দ্রব্যের দাম কমে যাওয়া

d) পরিপূরক দ্রব্যের দাম কমা

✔ উত্তর: c) বিকল্প দ্রব্যের দাম কমে যাওয়া



22. প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা সাধারণত কেমন থাকে?

a) দামের সঙ্গে দ্রুত পরিবর্তিত

b) দামের সঙ্গে খুব বেশি পরিবর্তিত হয় না

c) একেবারেই পরিবর্তিত হয় না

d) আয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই

✔ উত্তর: b) দামের সঙ্গে খুব বেশি পরিবর্তিত হয় না



23. চাহিদার আইন কোন নীতির উপর ভিত্তি করে?

a) প্রতিস্থাপন প্রভাব ও আয় প্রভাব

b) উৎপাদন প্রভাব

c) সরবরাহ প্রভাব

d) বিনিয়োগ প্রভাব

✔ উত্তর: a) প্রতিস্থাপন প্রভাব ও আয় প্রভাব



24. ‘Ceteris Paribus’ শব্দবন্ধ চাহিদার আইনে কী বোঝায়?

a) অন্যান্য বিষয় পরিবর্তনশীল

b) অন্যান্য বিষয় অপরিবর্তিত

c) সব কিছু পরিবর্তিত

d) দাম স্থির

✔ উত্তর: b) অন্যান্য বিষয় অপরিবর্তিত



25. ‘Law of Demand’ এর বিপরীত কোন আইন?

a) Law of Supply

b) Law of Diminishing Return

c) Law of Diminishing Utility

d) Law of Variable Proportion

✔ উত্তর: a) Law of Supply



26. স্বতন্ত্র চাহিদা বলতে বোঝায়—

a) একটি দ্রব্যের জন্য চাহিদা

b) যৌথভাবে দুই দ্রব্যের চাহিদা

c) উৎপাদন উপকরণের চাহিদা

d) বিনিয়োগ দ্রব্যের চাহিদা

✔ উত্তর: a) একটি দ্রব্যের জন্য চাহিদা



27. যৌথ চাহিদার উদাহরণ কোনটি?

a) চাল ও ডাল

b) কলম ও কালি

c) জামা ও জুতো

d) মাছ ও মাংস

✔ উত্তর: b) কলম ও কালি



28. উপজাত চাহিদা কাকে বলে?

a) উৎপাদন উপকরণের চাহিদা

b) প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা

c) বিলাস দ্রব্যের চাহিদা

d) বিকল্প দ্রব্যের চাহিদা

✔ উত্তর: a) উৎপাদন উপকরণের চাহিদা



29. যৌগিক চাহিদার উদাহরণ—

a) বিদ্যুৎ

b) চিনি

c) ভাত

d) কাগজ

✔ উত্তর: a) বিদ্যুৎ



30. বাজার চাহিদা গঠিত হয়—

a) একজন ভোক্তার চাহিদা দ্বারা

b) সকল ভোক্তার চাহিদার যোগফল দ্বারা

c) উৎপাদকদের সরবরাহ দ্বারা

d) কেবল বিলাস দ্রব্য দ্বারা

✔ উত্তর: b) সকল ভোক্তার চাহিদার যোগফল দ্বারা



31. আয় বৃদ্ধি পেলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা—

a) বাড়ে

b) কমে

c) অপরিবর্তিত থাকে

d) শূন্য হয়

✔ উত্তর: b) কমে



32. আয় বাড়লে কোন দ্রব্যের চাহিদা বাড়ে?

a) নিকৃষ্ট দ্রব্য

b) গিফেন দ্রব্য

c) স্বাভাবিক দ্রব্য

d) যৌথ দ্রব্য

✔ উত্তর: c) স্বাভাবিক দ্রব্য



33. চা ও কফি কী ধরনের দ্রব্য?

a) প্রতিস্থাপন দ্রব্য

b) যৌথ দ্রব্য

c) নিকৃষ্ট দ্রব্য

d) উপজাত দ্রব্য

✔ উত্তর: a) প্রতিস্থাপন দ্রব্য



34. গাড়ি ও পেট্রল কী ধরনের দ্রব্য?

a) প্রতিস্থাপন দ্রব্য

b) যৌথ দ্রব্য

c) স্বতন্ত্র দ্রব্য

d) বিলাস দ্রব্য

✔ উত্তর: b) যৌথ দ্রব্য



35. ভবিষ্যতে দাম কমবে এই আশঙ্কায় বর্তমান চাহিদা—

a) বাড়ে

b) কমে

c) অপরিবর্তিত থাকে

d) দ্বিগুণ হয়

✔ উত্তর: b) কমে



36. চাহিদার স্থানান্তর (Shift) কিসের কারণে ঘটে?

a) দাম পরিবর্তনের কারণে

b) আয়, রুচি বা অন্যান্য কারণে

c) উৎপাদন খরচ বৃদ্ধির কারণে

d) শুধুই বাজারমূল্যের কারণে

✔ উত্তর: b) আয়, রুচি বা অন্যান্য কারণে



37. চাহিদা বক্ররেখার উপর চলন (Movement) ঘটে কোন কারণে?

a) আয় পরিবর্তন

b) রুচি পরিবর্তন

c) দ্রব্যের দাম পরিবর্তন

d) জনসংখ্যা পরিবর্তন

✔ উত্তর: c) দ্রব্যের দাম পরিবর্তন



38. চাহিদা বৃদ্ধির ফলে বক্ররেখা সরে যায়—

a) ডানদিকে

b) বামদিকে

c) নিচে

d) উপরে

✔ উত্তর: a) ডানদিকে



39. চাহিদা হ্রাসের ফলে বক্ররেখা সরে যায়—

a) ডানদিকে

b) বামদিকে

c) উপরে

d) নিচে

✔ উত্তর: b) বামদিকে



40. আয় প্রভাব (Income Effect) বলতে বোঝায়—

a) আয় বাড়লে চাহিদা বাড়া/কমা

b) দাম বাড়লে সরবরাহ বাড়া

c) উৎপাদন খরচ বাড়া

d) মজুরি বৃদ্ধি

✔ উত্তর: a) আয় বাড়লে চাহিদা বাড়া/কমা



41. প্রতিস্থাপন প্রভাব (Substitution Effect) বোঝায়—

a) এক দ্রব্যের পরিবর্তে আরেক দ্রব্য গ্রহণ

b) আয়ের বৃদ্ধি

c) দামের বৃদ্ধি

d) উৎপাদন কমানো

✔ উত্তর: a) এক দ্রব্যের পরিবর্তে আরেক দ্রব্য গ্রহণ



42. গিফেন দ্রব্যের ক্ষেত্রে কোন প্রভাব শক্তিশালী হয়?

a) আয় প্রভাব

b) প্রতিস্থাপন প্রভাব

c) উভয় সমান

d) কোনো প্রভাব নেই

✔ উত্তর: a) আয় প্রভাব



43. দ্রব্যের দাম কমলেও যদি ভোক্তা তা কিনতে না চায়, সেটি কোন ব্যতিক্রম?

a) গিফেন দ্রব্য

b) ভোক্তার অভ্যাস

c) বিলাস দ্রব্য

d) প্রতিস্থাপন দ্রব্য

✔ উত্তর: b) ভোক্তার অভ্যাস



44. কোন ক্ষেত্রে চাহিদার আইন কার্যকর হয় না?

a) প্রয়োজনীয় দ্রব্য

b) গিফেন দ্রব্য

c) সাধারণ দ্রব্য

d) স্বাভাবিক দ্রব্য

✔ উত্তর: b) গিফেন দ্রব্য



45. চাহিদার পরিবর্তনের প্রধান কারণ নয়—

a) আয়ের পরিবর্তন

b) ভোক্তার রুচি পরিবর্তন

c) বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন

d) দ্রব্যের উৎপাদন খরচ

✔ উত্তর: d) দ্রব্যের উৎপাদন খরচ



46. ভোক্তার সংখ্যা বাড়লে বাজার চাহিদা—

a) কমে যায়

b) অপরিবর্তিত থাকে

c) বাড়ে

d) শূন্য হয়

✔ উত্তর: c) বাড়ে



47. একজন ব্যক্তির চাহিদাকে কী বলে?

a) ব্যক্তিগত চাহিদা

b) বাজার চাহিদা

c) স্বতন্ত্র চাহিদা

d) যৌগিক চাহিদা

✔ উত্তর: a) ব্যক্তিগত চাহিদা



48. বাজারে সমস্ত ভোক্তার চাহিদার যোগফলকে বলে—

a) ব্যক্তিগত চাহিদা

b) বাজার চাহিদা

c) উপজাত চাহিদা

d) যৌথ চাহিদা

✔ উত্তর: b) বাজার চাহিদা



49. বাজার চাহিদা বক্ররেখা কেমন হয়?

a) সাধারণত ঊর্ধ্বমুখী

b) সাধারণত নিম্নমুখী

c) সমান্তরাল

d) উল্লম্ব

✔ উত্তর: b) সাধারণত নিম্নমুখী



50. চাহিদার আইন কোন তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে?

a) প্রান্তিক উপযোগ হ্রাসের আইন

b) মজুরি তত্ত্ব

c) উৎপাদন তত্ত্ব

d) মুদ্রানীতি তত্ত্ব

✔ উত্তর: a) প্রান্তিক উপযোগ হ্রাসের আইন


আরও অর্থনীতির MCQ প্রশ্নোত্তর পেতে Success Tutorial-এর সাথে যুক্ত থাকুন।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...