সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র / Satellite imagery and Topographical map / প্রশ্ন ও উত্তর / Question and Answer / Class 10/ WBBSE/Madhyamik

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র / Satellite imagery and Topographical map / প্রশ্ন ও উত্তর / Question and Answer / Class 10/ WBBSE/Madhyamik ক) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো  ।  ১)ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে  ভারতের সর্বেক্ষণ বিভাগ (Survey of India)।  ২)ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে।  ৩) ভারতীয় সর্বেক্ষণ বিভাগের শাখা দপ্তর অবস্থিত কলকাতার পার্ক স্ট্রিটে।  ৪) উপগ্রহ চিত্রে কৃষিজমি এবং জনবসতি গুলিকে জ্যামিতিক আকারে দেখানো হয়। ৫) একটি উপগ্রহ চিত্রের মাধ্যমে একই সঙ্গে ৩০ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত অঞ্চলের তথ্য পাওয়া যায়।  ৬) কৃত্রিম উপগ্রহে যুক্ত সেন্সর গুলি পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সৌর রশ্মি তড়িৎ চুম্বকীয় বিকিরণ রূপে সংগ্রহ করে।  খ) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।  ১) ভারতীয় সর্বেক্ষণ বিভাগ যে সালে স্থাপিত হয় - ১৭৬৩ / ১৭৬৭ / ১৭৬৯ / ১৮৬৭  ১৭৬৭ ২) ছাত্রছাত্রীরা যেসব টপোশিট ব্যবহার করে সেগুলি হল - ইঞ্চি শিট / ডিগ্রী শিট / মিলিয়ন শিট...

বিশ্ব উষ্ণায়ণ GLOBAL WARMING (Bengali notes)....

বিশ্ব উষ্ণায়ণ ( Global warming ) গ্লোবাল ওয়ার্মিং শব্দটি বর্তমান দিনে সমগ্র বিশ্ব জুড়ে একটি বহুল চর্চিত শব্দ।এক কথায় বিশ্ব  উষ্ণায়ণ হল বায়ুমণ্ডলের তাপমাত্রার দীর্ঘমেয়াদি বৃদ্ধি।পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বহুগুণ বেড়ে চলেছে।বিগত 1900 থেকে 2000 সালের মধ্যে বায়ুমণ্ডলে গড় তাপ বেড়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড।সমগ্র পৃথিবী জুড়ে এই ক্রমবর্ধমান উষ্ণতর অবস্থাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ণ। বায়ুমণ্ডলের স্বাভাবিক গ্যাসীয় অবস্থায় ক্ষুদ্রতরঙ্গ রূপে পৃথিবী যে পরিমান সূর্যরশ্মি গ্রহণ করে ,সেই পরিমান তাপকে পৃথিবীপৃষ্ঠ দীর্ঘতরঙ্গ রূপে মহাশূন্যে ফিরিয়ে দেয়।এইভাবেই পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে।কিন্তু গ্রীনহাউস গ্যাস গুলির মাত্রারিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীতে আসা ক্ষুদ্রতরঙ্গরুপী সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গ রূপে আর ফিরে যেতে পারে না।এর কিছু অংশ এইসব গ্রীনহাউস গ্যাস দ্বারা আবদ্ধ ও শোষিত হয় এবং পুনরায় বিকিরিত হয়ে পৃথিবীপৃষ্ঠতে ফিরে আসে।ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।একেই বলে বিশ্ব উষ্ণায়ণ।

Class 9 Geography chapter- 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি/ব্যবচ্ছিন্ন মালভূমি ,পর্বত বেষ্টিত মালভূমি, লাভামালভূমি/সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি

Class 9 Geography chapter -4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ SAQ

Class 9 Geography Chapter - 4ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ questions / answers

Arithmatic Growth Rate /Geography practical/ Calculation and diagram