বিশ্ব উষ্ণায়ণ (Global warming)
গ্লোবাল ওয়ার্মিং শব্দটি বর্তমান দিনে সমগ্র বিশ্ব জুড়ে একটি বহুল চর্চিত শব্দ।এক কথায় বিশ্ব উষ্ণায়ণ হল বায়ুমণ্ডলের তাপমাত্রার দীর্ঘমেয়াদি বৃদ্ধি।পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে বহুগুণ বেড়ে চলেছে।বিগত 1900 থেকে 2000 সালের মধ্যে বায়ুমণ্ডলে গড় তাপ বেড়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড।সমগ্র পৃথিবী জুড়ে এই ক্রমবর্ধমান উষ্ণতর অবস্থাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ণ।
বায়ুমণ্ডলের স্বাভাবিক গ্যাসীয় অবস্থায় ক্ষুদ্রতরঙ্গ রূপে পৃথিবী যে পরিমান সূর্যরশ্মি গ্রহণ করে ,সেই পরিমান তাপকে পৃথিবীপৃষ্ঠ দীর্ঘতরঙ্গ রূপে মহাশূন্যে ফিরিয়ে দেয়।এইভাবেই পৃথিবীতে তাপের সমতা বজায় থাকে।কিন্তু গ্রীনহাউস গ্যাস গুলির মাত্রারিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীতে আসা ক্ষুদ্রতরঙ্গরুপী সূর্যরশ্মি দীর্ঘ তরঙ্গ রূপে আর ফিরে যেতে পারে না।এর কিছু অংশ এইসব গ্রীনহাউস গ্যাস দ্বারা আবদ্ধ ও শোষিত হয় এবং পুনরায় বিকিরিত হয়ে পৃথিবীপৃষ্ঠতে ফিরে আসে।ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়।একেই বলে বিশ্ব উষ্ণায়ণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন