Hydrology - questions and answers জলবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর । Geography Questions and Answers/Ground water/ভৌমজল
জল বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (২নম্বর) HYDROLOGY- important questions and answers (2 marks) Part - 1 What is hydrology (জলবিজ্ঞান) ? বিখ্যাত জলবিজ্ঞানী Webster - মতে "জল বিজ্ঞান হল এমন একটি প্রাকৃতিক বিজ্ঞান যা জলের বন্টন, আবর্তন, প্রধানত ভূপৃষ্ঠের উপরিভাগের এবং অভ্যন্তর ভাগের মৃত্তিকা ও শিলার মধ্যে জলের প্রবাহ, বায়ুমণ্ডলের (বাষ্পীভবন ,ঘনীভবন, অধঃক্ষেপণ) জলকে নিয়ে আলোচনা করে"। What is hydrological cycle (জলচক্র) ? K. R. Karaananth - এর মতে মহাসাগর থেকে বায়ুমন্ডলে, বায়ুমণ্ডল থেকে শিলামন্ডলে এবং শিলামন্ডল থেকে পুনরায় মহাসমুদ্রে যে জটিল এবং আন্তঃনির্ভরশীল প্রক্রিয়ার দ্বারা জল আবর্তিত হয়, তাকে জলচক্র বলে। What is base flow (ভিত্তি প্রবাহ) ? ভূ অভ্যন্তরস্থ জল যখন অনুস্রাবণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভৌম জল রূপে সঞ্চিত হয়, তখন ওই জলকে ভিত্তি জল সঞ্চয় বলে। এই ভিত্তি জল যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় ,তখন তাকে ভিত্তি প্রবাহ বলে। What is evapor...