ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবস
২৩ শে আগস্ট
২০২৩ সালের ২৩ শে আগস্ট বুধবার, ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণমেরুতে 'সফট ল্যান্ডিং' করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার 'বিক্রম' । বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে পৌঁছায়। এই অবতরণ স্থানটির নামকরণ করা হয় শিব শক্তি পয়েন্ট । এই সাফল্য মহাকাশ গবেষণায় ইসরো'র উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রমের ঘটনা।
ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২৩ আগস্ট 'জাতীয় মহাকাশ দিবস' উদযাপনের ভাবনা। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ আগস্টকে ভারতে "জাতীয় মহাকাশ দিবস" হিসাবে ঘোষণা করেন। চন্দ্রযান-৩ এর সফল অবতরণে ২০২৪ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট প্রথম জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হয়।এই বছর প্রথম জাতীয় মহাকাশ দিবসের থিম হল, "টাচিং লাইভ হোয়াইল টাচিং দ্য মুন।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন