সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা




What is questionnaire?/ প্রশ্নমালা কি? 


ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method. 

এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় ।


Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :-


একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল -

  1. প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে। 
  2. প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার। 
  3. সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত। 
  4. প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে। 
  5. উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত। 
  6. দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন। 
  7. যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত। 

 

Steps in questionnaire (প্রশ্নমালা গঠনের পর্যায় সমূহ ) 


  1. কোন ধরনের তথ্য সংগ্রহ করা হবে তা নির্ধারণ করা। 
  2. যথার্থ পদ্ধতি সুনির্দিষ্টকরণ করা। 
  3. সংগৃহীত তথ্যের বিশ্লেষণের পদ্ধতি সুনির্দিষ্ট করা। 
  4. প্রশ্ন তৈরি করা। 
  5. প্রশ্নগুলোকে যথার্থ পদ্ধতিতে সাজানো। 
  6. চূড়ান্ত খসড়া প্রণয়ন করা। 


Types of questionnaire (প্রশ্নমালার প্রকারভেদ) :-


সাধারণত প্রশ্নমালাকে দুটি ভাগে ভাগ করা যায় -

  • কাঠামোগত প্রশ্নমালা (structured questionnaire) 
  • অকাঠামোগত প্রশ্নমালা  (unstructured questionnaire) 

এছাড়া বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রশ্নের প্রকৃতি অনুযায়ী আরো কয়েক রকমের প্রশ্নমালার কথা উল্লেখ করেছেন। সেগুলি হল

  • মুক্ত প্রান্ত প্রশ্ন (open ended question) 
  • বদ্ধ প্রান্ত প্রশ্ন (close ended question)
  •  দ্বৈত প্রশ্ন (dichotomous question) 
  •  মিশ্র প্রশ্ন (mixed question) ইত্যাদি । 

Structured questionnaire (কাঠামোগত প্রশ্নমালা) 

কাঠামোগত প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন সমূহ সুনির্দিষ্ট, বাস্তবসম্মত, পূর্ব নির্ধারিত হয়ে থাকে  এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি মুক্ত প্রান্ত (open) বা বদ্ধ প্রান্ত (closed)  উভয় হতে পারে।যেমন- 

আপনি কি কখনো বিদেশে গেছেন? 

A) হ্যাঁ    B)  না।

Unstructured questionnaire (অকাঠামোগত প্রশ্নমালা) 

এই প্রকার প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন সমূহ নির্দিষ্ট এবং পূর্বনির্ধারিত থাকে না। এক্ষেত্রে উত্তরদাতা তার ইচ্ছামতন উত্তর দিয়ে থাকে কারণ প্রায়শই এখানে কোন বিকল্প প্রশ্ন থাকে না। যেমন - 

  • প্রতিদিন যাতায়াতের জন্য রেলপথকেই আপনি কেন বেছে নিয়েছেন?

Open ended question (মুক্ত প্রান্ত প্রশ্নপত্র) 

যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে উত্তরদাতাকে কোন বাধা না দিয়ে স্বাধীনতা দেওয়া হয় সেইসব প্রশ্নকে মুক্ত প্রান্ত প্রশ্ন বলে। এক্ষেত্রে সমস্ত উত্তর দাতা একই উত্তর দেবে না , বিভিন্ন উত্তর দেবে। এজাতীয় প্রশ্নের কয়েকটি উদাহরণ হল -

  • প্রতিবছর বন্যার কারণ কি কি হতে পারে বলে আপনার মনে হয়?
  • বন্যার প্রভাব কমানোর জন্য সরকারি স্তরে কি কি ব্যবস্থা নেয়া যেতে পারে?

সুবিধা (advantages

  • উত্তর দাতা নিজের পছন্দ অনুযায়ী উত্তর দিতে পারেন। 
  • যেসব প্রশ্নের সম্ভাব্য একাধিক উত্তর হতে পারে সেখানে এজাতীয় প্রশ্নে সব উত্তরগুলো সহজেই পাওয়া যায়। 

অসুবিধা (disadvantages ) 

  • নানাবিধ অপ্রাসঙ্গিক উত্তর আসার সম্ভাবনা থাকে। 
  • উত্তরদাতার সব উত্তর সব সময় সমান গুরুত্বপূর্ণ হয় না বলে বিশ্লেষণ করা অনেক সময় কষ্টকর ও সময় সাপেক্ষ হয়ে যায়। 

বদ্ধ প্রান্ত প্রশ্নপত্র (close ended question) 

বদ্ধ প্রান্ত প্রশ্নপত্রে সাধারণত প্রত্যেক প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলি দেওয়া থাকে। উত্তরদাতা তার পছন্দ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী নির্ধারিত উত্তর গুলোর মধ্যে যে কোন একটি বেছে নেয়। এজাতীয় প্রশ্নের কয়েকটি উদাহরণ হল -

  • বন্যায় কোন কৃষির ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে?

 A)ধান   B) পাট  C ) আখ  D)  সবগুলি। 

সুবিধা (advantages

  • কম সময়ে উত্তর সংগ্রহ করা যায়। 
  • উত্তর বিশ্লেষণ করার সহজ ও কম সময় সাপেক্ষ। 

অসুবিধা disadvantages 

  • উত্তরদাতার স্বাধীনতা কম থাকে তাই সঠিক মনোভাব জানা যায় না।। 
  • মনের মত উত্তরের অপশন না থাকলে যে কোন একটি অপশনকে মেনে নিতে হয়। ফলে ফলাফল সঠিক হয় না। 

মিশ্র প্রশ্ন (mixed question

এই প্রকার প্রশ্নমালায় একই সাথে কিছু মুক্ত প্রশ্ন এবং কিছু বদ্ধ প্রশ্ন থাকে অর্থাৎ প্রশ্নকর্তা নিজের পছন্দ মতন কিছু বিশ্লেষণ সূচক প্রশ্নকে মুক্ত প্রশ্ন এবং সাধারণ তথ্য সংগ্রহের প্রশ্নকে বদ্ধ প্রশ্ন আকারে রাখতে পারেন।। এই ধরনের প্রশ্নের কতকগুলি উদাহরণ হল-

ভারতের  গ্রামাঞ্চলে স্কুল ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা যথেষ্ট বেশি ।এর সম্ভাব্য কারণ কি ?

 A) দারিদ্রতা B ) বাড়ি থেকে স্কুলের অধিক  দূরত্ব C )   পারিবারিক সচেতনতার অভাব D) অন্যান্য কারণ। 

উত্তর অন্যান্য কারণ হলে সেটা কি বলে আপনার মনে হয়? 

দ্বৈত প্রশ্ন (dichotomous question) 

এই ধরনের প্রশ্নের উত্তর কেবলমাত্র দুটি বিকল্প অপশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রে উত্তরদাতা দুটি অপশন থেকে যেকোনো একটি কে চিহ্নিত করতে পারবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তরদাতার স্বাধীনতা খুবই কম। এ জাতীয় প্রশ্নের কয়েকটি উদাহরণ হল -

  • আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন? 

   A)   হ্যাঁ   B  )  না।

  • তুমি কি ভূগোল বিষয়টি পছন্দ করো ?

      A) পছন্দ    B ) অপছন্দ 


প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা (advantages and disadvantages of questionnaire) 


সুবিধা advantages 

  • এই পদ্ধতি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল  ও কম সময় সাপেক্ষ ।
  • এই পদ্ধতিতে একটি বিস্তৃত এলাকার নমুনা নির্ধারণ ও তথ্য সংগ্রহ করা খুব তাড়াতাড়ি  সঙ্গে হয়ে থাকে।
  • উত্তর দাতা সম্পূর্ণরূপে নিজের পরিচয় গোপন রেখে মতামত ব্যক্ত করতে পারেন। 
  • প্রশ্নকর্তা বা সাক্ষাৎগ্রহণকারী এখানে উত্তরদাতার উপর প্রভাব বিস্তার করতে পারেনা অর্থাৎ পক্ষপাতহীন তথ্য এখান থেকে পাওয়া যায়। 

অসুবিধা (disadvantages) 

  • উত্তরদাতার সহযোগিতার অভাব হলে সময় এবং অর্থের অপচয় হয়। 
  • শিশু কিংবা নিরক্ষর ব্যক্তিদের কাছে এই পদ্ধতি উপযোগী নয়। 
  • অনেক সময় উত্তরদাতা প্রশ্নের ব্যাখ্যা সঠিকভাবে করতে পারেন না ফলে ভুল উত্তর দেন। 
  • উত্তরদাতা অনেক সময় অন্য লোকদের সাথে কথা বলে উত্তর দেয়। ফলে তা নিজের মতামত প্রতিফলিত হয় না। 
  • উত্তর দাদার প্রতিক্রিয়া আবেদন অনুভূতি ইত্যাদি জানা যায় না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...