শাস্ত্ররূপে ভূগোল – ১৫টি গুরুত্বপূর্ণ MCQ
WBCHSE-এর ক্লাস ১১-এর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় " শাস্ত্ররূপে ভূগোল" থেকে নির্বাচিত ২৫টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ও তাদের সঠিক উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলি সেমেস্টার ১ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
MCQ প্রশ্নোত্তর (সঠিক উত্তর সহ)
1. ভূগোল শব্দটি এসেছে —
ক) ল্যাটিন
খ) গ্রিক ✅
গ) আরবি
ঘ) সংস্কৃত
2. ভূগোল শব্দের আক্ষরিক অর্থ —
ক) পৃথিবীর মানচিত্র
খ) পৃথিবীপৃষ্ঠের চিত্রায়ন ✅
গ) পরিবেশের উপাদান
ঘ) আবহাওয়ার বিশ্লেষণ
3. আধুনিক ভূগোলের জনক কে?
ক) টলেমি
খ) কার্ল রিটার
গ) আলেকজান্ডার ভন হম্বোল্ট ✅
ঘ) ভিডাল দে লা ব্লাশ
4. ভূগোল একটি —
ক) একক শাস্ত্র
খ) শুধুমাত্র প্রাকৃতিক বিজ্ঞান
গ) শুধুমাত্র সামাজিক বিজ্ঞান
ঘ) প্রাকৃতিক ও সামাজিক উভয় শাস্ত্র ✅
5. Environmental Determinism ধারণাটি প্রবর্তিত হয় —
ক) এলেন সেম্পল ✅
খ) ভিডাল দে লা ব্লাশ
গ) হম্বোল্ট
ঘ) হেকাটিয়াস
6. Possibilism তত্ত্বের জনক —
ক) এলেন সেম্পল
খ) ভিডাল দে লা ব্লাশ ✅
গ) গ্রিফিথ টেইলর
ঘ) এরিস্টটল
7. ভূগোল প্রধানত কত ভাগে বিভক্ত?
ক) ৩ ভাগ
খ) ২ ভাগ ✅
গ) ৪ ভাগ
ঘ) ৫ ভাগ
8. ভূগোলের দুটি প্রধান শাখা —
ক) আবহাওয়া ও জলবায়ু
খ) কার্তোগ্রাফি ও সমুদ্রবিদ্যা
গ) প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল ✅
ঘ) ভূগোল ও ভূগোলবিদ্যা
9. Geopolitics হলো —
ক) অর্থনৈতিক ভূগোল
খ) রাজনৈতিক ভূগোল ✅
গ) পরিবেশ ভূগোল
ঘ) আবহাওয়া ভূগোল
10. Anthropogeography বলতে বোঝায় —
ক) জীববিজ্ঞান
খ) মানব সমাজের ভূগোল ✅
গ) খনিজ বিজ্ঞান
ঘ) মানচিত্র অধ্যয়ন
11. ‘ভূগোল’ শব্দের প্রাচীন ব্যবহার পাওয়া যায় —
ক) এরিস্টটল-এর রচনায়
খ) টলেমি-এর রচনায়
গ) এরাটস্থেনিস-এর রচনায় ✅
ঘ) হেকাটিয়াস-এর রচনায়
12. ভূগোলের মুখ্য লক্ষ্য —
ক) রাশিচক্রের ব্যাখ্যা
খ) ভূমিকম্প বিশ্লেষণ
গ) মানুষ ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা ✅
ঘ) সমাজনীতি নির্ধারণ
13. নিচের কোনটি মানব ভূগোলের শাখা নয়?
ক) জনসংখ্যা ভূগোল
খ) বসতি ভূগোল
গ) অর্থনৈতিক ভূগোল
ঘ) জলবায়ু বিজ্ঞান ✅
14. কার্তোগ্রাফি বোঝায় —
ক) মানুষ ও পরিবেশের সম্পর্ক
খ) মানচিত্র প্রস্তুতির বিজ্ঞান ✅
গ) আবহাওয়া অধ্যয়ন
ঘ) জনসংখ্যা বিশ্লেষণ
15. GIS-এর পূর্ণরূপ —
ক) Geological Information Scheme
খ) Geographic Information System ✅
গ) Global Interactive System
ঘ) Geo Informed Strategy
16. GPS-এর কাজ কী?
ক) জলবায়ু নির্ধারণ
খ) স্থান নিরূপণ ✅
গ) ভূমিকম্প পূর্বাভাস
ঘ) ভূগোল শিক্ষা
17. নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের অংশ?
ক) ভূমিরূপবিদ্যা ✅
খ) জনসংখ্যা ভূগোল
গ) সামাজিক ভূগোল
ঘ) আর্থ-সামাজিক গঠন
18. মানুষ কিভাবে তার পরিবেশকে ব্যবহার করে —
ক) সম্ভাবনাবাদ (Possibilism) ✅
খ) নির্ধারকতাবাদ
গ) সমাজতান্ত্রিক মতবাদ
ঘ) ধর্মীয় তত্ত্ব
19. ভূগোলের একটি প্রধান বৈশিষ্ট্য —
ক) প্রযুক্তিনির্ভরতা
খ) স্থানিক বিশ্লেষণ ✅
গ) মৌখিক ব্যাখ্যা
ঘ) কাব্যিক ব্যাখ্যা
20. Vidal de la Blache কোন দেশের ভূগোলবিদ?
ক) জার্মানি
খ) ফ্রান্স ✅
গ) আমেরিকা
ঘ) গ্রীস
21. হেকাটিয়াস ছিলেন —
ক) ভারতীয় ভূগোলবিদ
খ) গ্রীক ভূগোলবিদ ✅
গ) ফরাসি ভূগোলবিদ
ঘ) চীনা অনুবাদক
22. ‘Man-environment relationship’ ধারণাটি কোন শাখার মধ্যে পড়ে?
ক) জ্যোতির্বিজ্ঞান
খ) ভূগোল ✅
গ) জীববিজ্ঞান
ঘ) সমাজবিজ্ঞান
23. ভূগোল কোন ধরণের বিজ্ঞান?
ক) বিশ্লেষণাত্মক ✅
খ) কল্পনামূলক
গ) সম্পূর্ণ প্রাকৃতিক
ঘ) দর্শনশাস্ত্র
24. নিচের কোনটি ভৌগলিক উপকরণ নয়?
ক) মানচিত্র
খ) গ্লোব
গ) টেলিস্কোপ ✅
ঘ) GPS
25. ভূগোলের পাঠ্যবিষয় প্রধানত —
ক) গাণিতিক সমস্যা
খ) ভৌগলিক ঘটনা ও তাদের স্থানিক বিশ্লেষণ ✅
গ) সাহিত্য সমালোচনা
ঘ) জীবনের দর্শন
উপরের প্রশ্নগুলো WBCHSE সিলেবাস অনুযায়ী ক্লাস ১১ ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি। আশা করি এই প্রশ্নোত্তর আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। আরও নোটস, MCQ ও সাজেশন পেতে নিয়মিত আমাদের ব্লগটি ভিজিট করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন