সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ক্লাইমেটোলজি (জলবায়ু বিজ্ঞান) ৬০টি গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর | Climatology Important 2 Marks Questions

Climatology ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ২ নম্বর প্রশ্নে প্রায়ই পুনরাবৃত্তি হয়। এখানে মোট ৬০টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, যা ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


Unit I: বায়ুমণ্ডলের উপাদানসমূহ (Elements of the Atmosphere)


Insolation ও Heat Budget


১. সৌর বিকিরণ (Insolation) কী?

২. সৌর ধ্রুবক (Solar Constant) কত?

৩. পৃথিবীর তাপ ভারসাম্য (Heat Budget) বলতে কী বোঝায়?

৪. অ্যালবেডো (Albedo) কী?

৫. পৃথিবীর গড় অ্যালবেডো কত শতাংশ?

৬. নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি সৌর বিকিরণ কেন পাওয়া যায়?

৭. মেরু অঞ্চলে সবচেয়ে কম সৌর বিকিরণ কেন পাওয়া যায়?

৮. দিন-রাতের দৈর্ঘ্য সৌর বিকিরণকে কীভাবে প্রভাবিত করে?


Temperature Distribution


৯. স্বাভাবিক ল্যাপ্স রেট কত?

১০. তাপমাত্রা বণ্টন বলতে কী বোঝায়?

১১. অনুভূমিক তাপমাত্রা বণ্টনের প্রধান নিয়ামক কী?

১২. সমতাপ রেখা (Isotherm) কী?

১৩. সমুদ্রস্রোত তাপমাত্রায় কী প্রভাব ফেলে?

১৪. স্থলভাগীয় প্রভাব (Continentality) কী?

১৫. সমুদ্র প্রভাব (Maritime influence) কী?


Temperature Inversion


১৬. তাপমাত্রা উল্টোদিক (Inversion) কী?

১৭. বিকিরণজনিত উল্টোদিক (Radiation inversion) কীভাবে ঘটে?

১৮. কৃষিতে তাপমাত্রা উল্টোদিকের ক্ষতি কী?

১৯. কুয়াশা কোন অবস্থায় বেশি তৈরি হয়?


Climate Change


২০. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?

২১. বিশ্ব উষ্ণায়ন (Global warming) কী?

২২. গ্রীনহাউস প্রভাব কী?

২৩. প্রধান দুটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো।

২৪. গত ১৫০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কতটা বেড়েছে?

২৫. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দুটি কারণ লেখো।


Ozone Layer


২৬. ওজোন স্তর কোথায় অবস্থান করে?

২৭. ওজোন স্তরের কাজ কী?

২৮. ওজোন ছিদ্র বলতে কী বোঝায়?

২৯. ওজোন ক্ষয়ের প্রধান কারণ কী?

৩০. মন্ট্রিয়ল প্রোটোকল কবে গৃহীত হয়েছিল?


🔹 Unit II: বায়ুমণ্ডলীয় ঘটনা ও জলবায়ুর শ্রেণিবিন্যাস (Atmospheric Phenomena & Climatic Classification)


Condensation ও Precipitation


৩১. ঘনীভবন (Condensation) কী?

৩২. শিশির (Dew) কী?

৩৩. কুয়াশা (Fog) কী?

৩৪. তুষারপাত (Frost) কীভাবে হয়?

৩৫. বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়?

৩৬. বরফবৃষ্টি (Snowfall) কী?

৩৭. শিলা (Hail) কী?

৩৮. বার্গেরন তত্ত্ব কোন ধরনের বৃষ্টির ব্যাখ্যা দেয়?

৩৯. সংঘর্ষ-সংযোজন তত্ত্ব (Collision–Coalescence) কী?


Air Mass ও Fronts


৪০. বায়ুস্তর (Air mass) কী?

৪১. একটি উষ্ণ বায়ুস্তরের উদাহরণ দাও।

৪২. একটি শীতল বায়ুস্তরের উদাহরণ দাও।

৪৩. সম্মুখভাগ (Front) কী?

৪৪. উষ্ণ সম্মুখভাগ (Warm front) কী?

৪৫. শীতল সম্মুখভাগ (Cold front) কী?

৪৬. সম্মুখভাগের উৎপত্তি প্রক্রিয়াকে কী বলা হয়?

৪৭. সম্মুখভাগের বিনাশ প্রক্রিয়াকে কী বলা হয়?


Weather, Stability & Disturbances


৪৮. স্থায়িত্ব (Stability) বলতে কী বোঝায়?

৪৯. অস্থায়িত্ব (Instability) বলতে কী বোঝায়?

৫০. বজ্রঝড় (Thunderstorm) কী?

৫১. ঘূর্ণিঝড় (Tropical cyclone) কী?

৫২. ভারতে কোন ঋতুতে বজ্রঝড় বেশি হয়?


Monsoon


৫৩. মৌসুমি বায়ু (Monsoon) কী?

৫৪. ভারতে মৌসুমি বায়ুর প্রধান কারণ কী?

৫৫. মৌসুমি বায়ু প্রবাহের দুটি পর্যায় লেখো।


Climatic Classification


৫৬. জলবায়ুর শ্রেণিবিন্যাস কেন প্রয়োজন?

৫৭. কোপেন-এর শ্রেণিবিন্যাস কী ভিত্তিতে হয়েছে?

৫৮. কোপেনের শ্রেণিবিন্যাসে ‘Aw’ জলবায়ু কী নির্দেশ করে?

৫৯. থর্নথওয়েট শ্রেণিবিন্যাস কী ভিত্তিতে হয়েছে?

৬০. থর্নথওয়েট শ্রেণিবিন্যাসে আর্দ্রতার সূচক (Moisture Index) কী?




পরীক্ষায় ২ নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত ও সঠিক উত্তর দেওয়া খুবই জরুরি। এই ৬০টি প্রশ্ন পড়ে প্রস্তুতি নিলে পরীক্ষায় নম্বর পাওয়া অনেক সহজ হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...