ক্লাইমেটোলজি (জলবায়ু বিজ্ঞান) ৬০টি গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর | Climatology Important 2 Marks Questions
Climatology ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ২ নম্বর প্রশ্নে প্রায়ই পুনরাবৃত্তি হয়। এখানে মোট ৬০টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, যা ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
Unit I: বায়ুমণ্ডলের উপাদানসমূহ (Elements of the Atmosphere)
Insolation ও Heat Budget
১. সৌর বিকিরণ (Insolation) কী?
২. সৌর ধ্রুবক (Solar Constant) কত?
৩. পৃথিবীর তাপ ভারসাম্য (Heat Budget) বলতে কী বোঝায়?
৪. অ্যালবেডো (Albedo) কী?
৫. পৃথিবীর গড় অ্যালবেডো কত শতাংশ?
৬. নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি সৌর বিকিরণ কেন পাওয়া যায়?
৭. মেরু অঞ্চলে সবচেয়ে কম সৌর বিকিরণ কেন পাওয়া যায়?
৮. দিন-রাতের দৈর্ঘ্য সৌর বিকিরণকে কীভাবে প্রভাবিত করে?
Temperature Distribution
৯. স্বাভাবিক ল্যাপ্স রেট কত?
১০. তাপমাত্রা বণ্টন বলতে কী বোঝায়?
১১. অনুভূমিক তাপমাত্রা বণ্টনের প্রধান নিয়ামক কী?
১২. সমতাপ রেখা (Isotherm) কী?
১৩. সমুদ্রস্রোত তাপমাত্রায় কী প্রভাব ফেলে?
১৪. স্থলভাগীয় প্রভাব (Continentality) কী?
১৫. সমুদ্র প্রভাব (Maritime influence) কী?
Temperature Inversion
১৬. তাপমাত্রা উল্টোদিক (Inversion) কী?
১৭. বিকিরণজনিত উল্টোদিক (Radiation inversion) কীভাবে ঘটে?
১৮. কৃষিতে তাপমাত্রা উল্টোদিকের ক্ষতি কী?
১৯. কুয়াশা কোন অবস্থায় বেশি তৈরি হয়?
Climate Change
২০. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?
২১. বিশ্ব উষ্ণায়ন (Global warming) কী?
২২. গ্রীনহাউস প্রভাব কী?
২৩. প্রধান দুটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো।
২৪. গত ১৫০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কতটা বেড়েছে?
২৫. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির দুটি কারণ লেখো।
Ozone Layer
২৬. ওজোন স্তর কোথায় অবস্থান করে?
২৭. ওজোন স্তরের কাজ কী?
২৮. ওজোন ছিদ্র বলতে কী বোঝায়?
২৯. ওজোন ক্ষয়ের প্রধান কারণ কী?
৩০. মন্ট্রিয়ল প্রোটোকল কবে গৃহীত হয়েছিল?
🔹 Unit II: বায়ুমণ্ডলীয় ঘটনা ও জলবায়ুর শ্রেণিবিন্যাস (Atmospheric Phenomena & Climatic Classification)
Condensation ও Precipitation
৩১. ঘনীভবন (Condensation) কী?
৩২. শিশির (Dew) কী?
৩৩. কুয়াশা (Fog) কী?
৩৪. তুষারপাত (Frost) কীভাবে হয়?
৩৫. বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়?
৩৬. বরফবৃষ্টি (Snowfall) কী?
৩৭. শিলা (Hail) কী?
৩৮. বার্গেরন তত্ত্ব কোন ধরনের বৃষ্টির ব্যাখ্যা দেয়?
৩৯. সংঘর্ষ-সংযোজন তত্ত্ব (Collision–Coalescence) কী?
Air Mass ও Fronts
৪০. বায়ুস্তর (Air mass) কী?
৪১. একটি উষ্ণ বায়ুস্তরের উদাহরণ দাও।
৪২. একটি শীতল বায়ুস্তরের উদাহরণ দাও।
৪৩. সম্মুখভাগ (Front) কী?
৪৪. উষ্ণ সম্মুখভাগ (Warm front) কী?
৪৫. শীতল সম্মুখভাগ (Cold front) কী?
৪৬. সম্মুখভাগের উৎপত্তি প্রক্রিয়াকে কী বলা হয়?
৪৭. সম্মুখভাগের বিনাশ প্রক্রিয়াকে কী বলা হয়?
Weather, Stability & Disturbances
৪৮. স্থায়িত্ব (Stability) বলতে কী বোঝায়?
৪৯. অস্থায়িত্ব (Instability) বলতে কী বোঝায়?
৫০. বজ্রঝড় (Thunderstorm) কী?
৫১. ঘূর্ণিঝড় (Tropical cyclone) কী?
৫২. ভারতে কোন ঋতুতে বজ্রঝড় বেশি হয়?
Monsoon
৫৩. মৌসুমি বায়ু (Monsoon) কী?
৫৪. ভারতে মৌসুমি বায়ুর প্রধান কারণ কী?
৫৫. মৌসুমি বায়ু প্রবাহের দুটি পর্যায় লেখো।
Climatic Classification
৫৬. জলবায়ুর শ্রেণিবিন্যাস কেন প্রয়োজন?
৫৭. কোপেন-এর শ্রেণিবিন্যাস কী ভিত্তিতে হয়েছে?
৫৮. কোপেনের শ্রেণিবিন্যাসে ‘Aw’ জলবায়ু কী নির্দেশ করে?
৫৯. থর্নথওয়েট শ্রেণিবিন্যাস কী ভিত্তিতে হয়েছে?
৬০. থর্নথওয়েট শ্রেণিবিন্যাসে আর্দ্রতার সূচক (Moisture Index) কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন