সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বারিমন্ডল/ Hydrosphere/ Class 10/Madhyamik/questions and answers/ 2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3

বারিমন্ডল/ Hydrosphere/ 
Class 10/Madhyamik/questions and answers/ 
2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3

                           সমুদ্রস্রোত 

১) সমুদ্রস্রোত কাকে বলে? 

সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই প্রবাহ কেই বলে সমুদ্রস্রোত। 

২) সমুদ্র তরঙ্গ কি ?

সমুদ্রে যে ঢেউ ওঠে তাতে জলরাশি কোন দিকে প্রবাহিত হয় না, এক জায়গাতেই ওঠানামা করে। একে বলে সমুদ্র তরঙ্গ । 

৩)সমুদ্রস্রোত কয় প্রকারের ও কি কি ? 

সমুদ্রস্রোত দু প্রকারের। উষ্ণ স্রোত এবং শীতলস্রোত। 

)উষ্ণ স্রোত কাকে বলে? 

উষ্ণ মন্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রের ওপর  অংশ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে বয়ে যায়। একে উষ্ণ স্রোত বলে। যেমন উপসাগরীয় স্রোত। 

৫)শীতল স্রোত কি? 

উষ্ণ মন্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয় তখন সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তপ্রবাহ রূপে উষ্ণ মন্ডলের দিকে বয়ে যায়। এর নাম শীতল স্রোত। যেমন ল্যাব্রাডর স্রোত ।

৬) শৈবাল সাগর কি? 

মহাসাগর গুলির বিভিন্ন অংশ দিয়ে সমুদ্রস্রোত প্রবাহিত হলেও উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগের এক বিরাট এলাকা জুড়ে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত মিলে একটা জলাবদ্ধ বা ঘূর্ণস্রোতের  সৃষ্টি করে। এই জলাবর্তের  মধ্যাংশ স্রোতবিহীন। এজন্য ওই অংশে নানা রকম আগাছা,শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়, যার নাম শৈবাল সাগর। 

৭) হিম প্রাচীর কি? 

সমুদ্রে পাশাপাশি প্রবাহিত দুটি বিপরীত ধর্মী সমুদ্রস্রোতের মধ্যে যে বিভাজন রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে।
যেমন উত্তরমুখী  উষ্ণ উপসাগরীয় স্রোত ও দক্ষিণ মুখী  শীতল ল্যাব্রাডর স্রোতের মধ্যে সৃষ্ট  হিমপ্রাচীর। 

৮)হিমশৈল কাকে বলে?

সমুদ্রে ভাসমান নিমজ্জিত বরফের স্তুপ কে হিমশৈল বলে। হিমশৈলের মোট আয়তনের ১/১০ ভাগ  অংশ জলের উপরে থাকে। 

৯) মগ্নচড়া বলতে কী বোঝো?

উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতলস্রোতের সাথে বয়ে আসা হিমশৈল গুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় ।এর ফলে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পলি, কাঁকড় জমা হয়ে যে নিমগ্ন ভূভাগ গড়ে ওঠে তাকে মগ্নচড়া বলে। 

                          জোয়ার ভাটা 

১০)জোয়ার ভাটা কাকে বলে?

সাগর ও মহাসাগরের জলরাশি নিয়মিত ভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় স্ফীত হয় বা ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা নেমে যায়।জলরাশির এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। 

১১)মুখ্য জোয়ার কাকে বলে?

পৃথিবীর আবর্তনের সময় ভূপৃষ্ঠের যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেই জায়গার জলরাশি চাঁদের আকর্ষণে সবচেয়ে বেশি ফুলে ওঠে। তখন সেখানে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে। 

১২)গৌণ জোয়ার কাকে বলে?

পৃথিবীতে যে স্থানে মুখ্য জোয়ার হয়, ঠিক তার বিপরীত দিকে বা প্রতিপাদ স্থানে পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে এবং চাঁদের দিকে স্থলভাগের বেশি সরণের জন্য যে  জোয়ার হয় , তাকে গৌণ জোয়ার বলে। 


১৩)সিজিগি কি? 

পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি বলা হয়। 


১৪)বান ডাকা কাকে বলে?

জোয়ারের সময় সমুদ্রজল ফুলে ওঠে  বলে সমুদ্রের জল মোহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে , ফলে নদীর জল তখন বেড়ে যায়। এইভাবে জোয়ারের  জল নদীতে আসার সময় মাঝে মাঝে অত্যাধিক উঁচু হয়ে প্রবল বেগে  সশব্দে নদীতে প্রবেশ করে, একেই বলে বান ডাকা । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...