বারিমন্ডল/ Hydrosphere/ Class 10/Madhyamik/questions and answers/ 2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3
বারিমন্ডল/ Hydrosphere/
Class 10/Madhyamik/questions and answers/
2 marks/ ২ নম্বরের প্রশ্ন- উত্তর /chapter- 3
সমুদ্রস্রোত
১) সমুদ্রস্রোত কাকে বলে?
সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই প্রবাহ কেই বলে সমুদ্রস্রোত।
২) সমুদ্র তরঙ্গ কি ?
সমুদ্রে যে ঢেউ ওঠে তাতে জলরাশি কোন দিকে প্রবাহিত হয় না, এক জায়গাতেই ওঠানামা করে। একে বলে সমুদ্র তরঙ্গ ।
৩)সমুদ্রস্রোত কয় প্রকারের ও কি কি ?
সমুদ্রস্রোত দু প্রকারের। উষ্ণ স্রোত এবং শীতলস্রোত।
৪)উষ্ণ স্রোত কাকে বলে?
উষ্ণ মন্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রের ওপর অংশ দিয়ে শীতল মেরু প্রদেশের দিকে বয়ে যায়। একে উষ্ণ স্রোত বলে। যেমন উপসাগরীয় স্রোত।
৫)শীতল স্রোত কি?
উষ্ণ মন্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয় তখন সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তপ্রবাহ রূপে উষ্ণ মন্ডলের দিকে বয়ে যায়। এর নাম শীতল স্রোত। যেমন ল্যাব্রাডর স্রোত ।
৬) শৈবাল সাগর কি?
মহাসাগর গুলির বিভিন্ন অংশ দিয়ে সমুদ্রস্রোত প্রবাহিত হলেও উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগের এক বিরাট এলাকা জুড়ে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত মিলে একটা জলাবদ্ধ বা ঘূর্ণস্রোতের সৃষ্টি করে। এই জলাবর্তের মধ্যাংশ স্রোতবিহীন। এজন্য ওই অংশে নানা রকম আগাছা,শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়, যার নাম শৈবাল সাগর।
৭) হিম প্রাচীর কি?
সমুদ্রে পাশাপাশি প্রবাহিত দুটি বিপরীত ধর্মী সমুদ্রস্রোতের মধ্যে যে বিভাজন রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে।
যেমন উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোত ও দক্ষিণ মুখী শীতল ল্যাব্রাডর স্রোতের মধ্যে সৃষ্ট হিমপ্রাচীর।
৮)হিমশৈল কাকে বলে?
সমুদ্রে ভাসমান নিমজ্জিত বরফের স্তুপ কে হিমশৈল বলে। হিমশৈলের মোট আয়তনের ১/১০ ভাগ অংশ জলের উপরে থাকে।
৯) মগ্নচড়া বলতে কী বোঝো?
উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতলস্রোতের সাথে বয়ে আসা হিমশৈল গুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় ।এর ফলে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পলি, কাঁকড় জমা হয়ে যে নিমগ্ন ভূভাগ গড়ে ওঠে তাকে মগ্নচড়া বলে।
জোয়ার ভাটা
১০)জোয়ার ভাটা কাকে বলে?
সাগর ও মহাসাগরের জলরাশি নিয়মিত ভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় স্ফীত হয় বা ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা নেমে যায়।জলরাশির এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
১১)মুখ্য জোয়ার কাকে বলে?
পৃথিবীর আবর্তনের সময় ভূপৃষ্ঠের যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেই জায়গার জলরাশি চাঁদের আকর্ষণে সবচেয়ে বেশি ফুলে ওঠে। তখন সেখানে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে।
১২)গৌণ জোয়ার কাকে বলে?
পৃথিবীতে যে স্থানে মুখ্য জোয়ার হয়, ঠিক তার বিপরীত দিকে বা প্রতিপাদ স্থানে পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে এবং চাঁদের দিকে স্থলভাগের বেশি সরণের জন্য যে জোয়ার হয় , তাকে গৌণ জোয়ার বলে।
১৩)সিজিগি কি?
পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি বলা হয়।
১৪)বান ডাকা কাকে বলে?
জোয়ারের সময় সমুদ্রজল ফুলে ওঠে বলে সমুদ্রের জল মোহনা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে , ফলে নদীর জল তখন বেড়ে যায়। এইভাবে জোয়ারের জল নদীতে আসার সময় মাঝে মাঝে অত্যাধিক উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একেই বলে বান ডাকা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন