উচ্চমাধ্যমিক ভূগোল দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প Important SAQ Class 12 Geography - Industry / All about Geography
উচ্চমাধ্যমিক ভূগোল
দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ : শিল্প
Important SAQ
Class 12 Geography - Industry
১)শিল্প কাকে বলে?
প্রাকৃতিক উৎপাদন থেকে প্রাপ্ত দ্রব্যগুলিকে যে প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিকরণ করে ব্যবহারের উপযোগী করা হয় বা উপযোগিতা বাড়ানো হয় সেই প্রক্রিয়াকে শিল্প বলে ।
২) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
যেসকল কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলেও তাদের ওজন হ্রাস পায় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।উদাহরণ- কার্পাস।
৩) একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও
কার্পাস বয়ন শিল্প
৪) আইসোটিম কথার অর্থ কি?
সমপরিবহন ব্যয় রেখা।
৫) আইসোটিম কি?
ওয়েবারের মতে , কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয় কে বোঝানোর জন্য যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে আইসোটিম বলে।
৬) আইসোডাপেন কি?
কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের সম্মিলিত পরিবহন ব্যয়ের বিন্দুগুলিকে সংযোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোপেন বলে।
৭)ক্রিটিক্যাল আইসোডাপেন কি?
যে আইসোডাপেন দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ সমান হয় তাকে বলে ক্রিটিক্যাল আইসোডাপেন।
৮) কে আইসোডাপেনের ধারণা দিয়েছেন?
আলফ্রেড ওয়েবার।
৯)বস্তু সূচক/ পণ্যসূচক /দ্রব্য সূচক কি?
কোন শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে বলা হয় দ্রব্য সূচক ।দ্রব্য সূচকের উপর ভিত্তি করে শিল্প কোথায় গড়ে উঠবে তা নির্বাচিত হয়।
১০)লশ এর শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি ?
লশের শিল্প স্থাপনের মূল তত্ত্বটি হল যেখানে বাজার চাহিদা সবচেয়ে বেশি শিল্প সেখানেই গড়ে উঠবে।
১১)শ্রম গুণক কাকে বলে?
উৎপাদিত পণ্যের একক ওজন প্রতি মজুরি ও পরিবহনযোগ্য উৎপাদিত পণ্য ও কাঁচামালের সম্মিলিত ওজনের অনুপাতকে শ্রম গুণক বলে।
১২) মজুরি সূচক কি?
একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলে।
১৩)অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি কাকে বলে ?
বৃহদায়তন শিল্পে উৎপাদিত দ্রব্যকে যে সব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে।
১৪)অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে?
কোন অঞ্চলে প্রধান বা মূল শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে বলে মূল শিল্পটির অনুসারী শিল্প ।
১৫)পরিবহনের দোলক নীতি কাকে বলে ?
দুটি উৎপাদক সংস্থার পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে পরিবহন ব্যয় কে বিভক্ত করার পদ্ধতিকে বলে পরিবহনের দোলক নীতি।
১৬)ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি?
গন্তব্যে পৌঁছানোর জন্য পণ্য সামগ্রীকে যাত্রাপথের যে স্থানে বাধ্যতামূলকভাবে এক পরিবহন যান থেকে অন্য পরিবহন যানে স্থানান্তরিত করতে হয় তাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে।
১৭)দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন?
ভারতের দামোদর নদের তীরে দুর্গাপুরে অনুকূল ভৌগোলিক পরিবেশের সহযোগিতায় জার্মানির রুঢ়ের মতোই এক সমৃদ্ধশালী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। তাই দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয়।
১৮)দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম করো।
কর্নাটকের বিজয়নগর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।
১৯)ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে?
ছত্রিশগড়ের দুর্গ জেলার দাল্লিরাজহারা থেকে।
২০)ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত?
কর্নাটকে
২১)ভারতের ইস্পাত নগরী কাকে বলে?
জামশেদপুর কে
২২)ভারতের লৌহ খনি কে কেন্দ্র করে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম গুলি লেখ।
রাউলকেল্লা, বিজয়নগর, ভিলাই।
২৪)এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি?
ভিলাই (সর্বোচ্চ ইস্পাত উৎপাদনকারী সংস্থা)
২৫)ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি?
সালেম
২৬)TISCO কোন কোন নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে?
সুবর্ণরেখা ও খরকাই নদীর সঙ্গমস্থলে।
২৭)ভারতের দুটি খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার নাম লেখ।
মাদার ডেয়ারি এবং আমূল।
২৮)আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখ।
ভার্জিনিয়া ,জর্জিয়া।
২৯)কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়?
কোয়েম্বাটুর কে
৩০)ফুট লুস শিল্প কাকে বলে?
যেসব শিল্প বাজারে কাঁচামালের প্রাপ্ত স্থানে কিংবা এদের মধ্যবর্তী যে কোন স্থানে গড়ে উঠতে পারে তাদের অস্থানু শিল্প বলে। এই সমস্ত শিল্পে উৎপাদনের ক্ষেত্রে বিশুদ্ধ শ্রেনীর কাঁচামাল ব্যবহৃত হয় যাদের পণ্যসূচক 1।
৩১)চিনের ম্যানচেস্টার কাকে বলে?
সাংহাইকে
৩২)ভারতের একক বৃহত্তম শিল্প কি?
কার্পাস বয়ন শিল্প।
৩৩)রেডিমেড পোশাক উৎপাদনে ভারতের দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লেখ।
মহারাষ্ট্র, গুজরাট।
৩৪)ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে?
১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের রিষড়া তে।
৩৫)কাগজ শিল্পের চারটি কাঁচামালের নাম লেখো।
বাঁশ,সাবাই ঘাস, কস্টিক সোডা, সোডা অ্যাশ।
৩৬)কাগজ ও নিউজপ্রিন্ট রপ্তানিকারক দেশের নাম লেখো?
কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র।
৩৭)বিশ্বের কোন দেশ নিউজপ্রিন্ট উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করেছে?
কানাডা
৩৮)ভারতের কোথায় নোট ছাপার কাগজ তৈরি হয়?
মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদের সরকারি কাগজ কারখানায়।
৩৯)পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি?
ন্যাপথা।
৪০)আধুনিক শিল্প দানব কাকে বলে?
পেট্রোরসায়ন শিল্পকে।
৪১)ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোনটি ?
গুজরাটের জামনগর।
৪২)দক্ষিণ ভারতের দুটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রের নাম লেখ।
কর্নাটকের ম্যাঙ্গালোর ও তামিলনাড়ুর তুতিকেরিন।
৪৩)বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি?
পেট্রোরসায়ন শিল্প।
৪৪)পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
হলদিয়াতে ।
৪৫)একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো।
রেলগাড়ির ইঞ্জিন শিল্প ,লৌহ ইস্পাত শিল্প , জাহাজ শিল্প ইত্যাদি ।
৪৬)একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো।
সাইকেল, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি।
৪৭)ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
মারুতি উদ্যোগ লিমিটেড।
৪৮)ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।
৪৯)একটি বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
কাগজ শিল্প।
৫০)ভারতের কোথায় যুদ্ধ জাহাজ তৈরি হয় ?
কোচিতে
৫১)ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো।
বিশাখাপত্তনম
৫২)পেট্রোরসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয় কেন?
পেট্রোরসায়ন শিল্পের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অনুসারী ও সাহায্যকারী শিল্প বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে পেট্রোরসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়।
৫৩)পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন?
বৈচিত্র্য, পরিমাণ ও ব্যবহারিক দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এর ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প বিকাশ লাভ করায় পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়।
৫৪)তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের প্রধান কেন্দ্র কোনটি?
বেঙ্গালুরু
৫৫)জিওটেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়?
ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন