সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

What are the different parts of a table ? Explain with the help of a diagram. What are the two main advantages of tabulation of data ?একটি আদর্শ সারণির প্রধান অংশ গুলি কি কি ?চিত্রের মাধ্যমে বিবরণ দাও। তালিকাবদ্ধকরণের দুটি প্রধান সুবিধা উল্লেখ করো।

What are the different parts of a table ? Explain with the help of a diagram. What are the two main advantages of tabulation of data ? C.U 2019 

একটি আদর্শ সারণির প্রধান অংশ গুলি কি কি ?চিত্রের মাধ্যমে বিবরণ দাও। তালিকাবদ্ধকরণের  দুটি প্রধান সুবিধা উল্লেখ করো।



একটি আদর্শ সারণির বিভিন্ন অংশ (parts of an ideal table) 

একটি আদর্শ সারণির কতকগুলি মূল উপাদান বা অংশ  থাকে। সেগুলি হল- 

  1. সারণি সংখ্যা (table number) 
  2.  শিরোনাম (title ) 
  3.  সারি শিরোনাম এবং বিবরণ লিপি (Row heading and stub) 
  4. কলম শিরোনাম (Column heading) 
  5. মূল অংশ (Body) 
  6. উৎস (Source) 
  7. পাদটীকা (foot note) 

Click the picture


 সারণি সংখ্যা - সারণির শুরুতেই একটি সারণি নম্বর দিতে হয় যাতে অনেক সারণির মধ্যে সহজেই এটিকে সনাক্ত করা যায়। 

শিরোনাম - সারণির উপরিভাগে একটি শিরোনাম দিতে হয়। যা থেকে সারণির  বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়। 

 সারি শিরোনাম এবং বিবরণ লিপি -সারির বিষয়বস্তু সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য সারির একটি শিরোনাম দেওয়া হয়।এটি সারণির বাঁদিকে প্রথম কলামের উপরে লেখা হয়।এরপর বিবরণ লিপি বা  stub এই বাঁদিকের কলমের সারিগুলিতে পরপর লিখতে হয়।

কলম শিরোনাম - একটি সারণির মধ্যে একের বেশি কলম থাকে। বাঁ দিকের প্রান্তীয় কলমটি বাদ দিয়ে অন্যান্য কলমের ওপরে যে শিরোনাম লেখা হয় তাকে কলম শিরোনাম বা coloum heading বলে ।

মূল অংশ - মূল অংশে সংগ্রহ করা সংখ্যাগত তথ্যগুলিকে  সারি  ও কলাম ধরে বিষয়বস্তু আকারে লিপিবদ্ধ করা হয়। এটি সারণির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 

উৎস - সংগ্রহ করা তথ্য কোথা থেকে পাওয়া গেছে তা লেখা জরুরি।উৎস সাধারণত সারণির নিচের ডান বা বাম দিকে থাকে ।

পাদটীকা - সারণির বিষয়বস্তু বা তথ্যের কোন অংশের  সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে সারণির নিচে বাম দিকে সংক্ষেপে উল্লেখ করতে হয়। 


তালিকাবদ্ধকরনের সুবিধা  ( advantages of tabulation) 

  1. তালিকাবদ্ধকরনের মাধ্যমে  সংগৃহীত তথ্য সংক্ষিপ্ত পরিসরে তথ্যপূর্ণ উপায়ে উপস্থাপন করা যায়। 
  2. এর মাধ্যমে জটিল কোন তথ্যকে সহজে সংক্ষিপ্তভাবে তুলে ধরা যায়। 
  3. তথ্য সংগ্রহ করার সময় যদি কোন ত্রুটি থেকে থাকে তাহলে তালিকা বদ্ধ করনের মাধ্যমে সেই ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে সংশোধন করা যায়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...