উচ্চমাধ্যমিক ভূগোল
জনসংখ্যা
Important SAQ
Class 12 Geography - Population
১)'মানুষ জমি অনুপাত' এর সংজ্ঞা দাও।
কোন দেশের মোট জনসংখ্যার ও মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে।
২) আদর্শ মানুষ জমি অনুপাত কে কি বলে ?
আদর্শ মানুষ জমি অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে ।
৩)জনঘনত্ব কাকে বলে?
কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনের অনুপাতকে সেখানকার জনঘনত্ব বলে।
৪)২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?
প্রায় ১২১ কোটি।
৫)কাম্য জনসংখ্যা কাকে বলে?
কোন দেশের জনসংখ্যা যখন সেই দেশের উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে বা কার্যকরী জমির অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে ওঠে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে।
৬) কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য লেখো।
ক) এটি জনাকীর্ণতা ও জনস্বল্পতার নির্ধারক।
খ) এটি জনসংখ্যা ও উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য সূচক ।
৭)জনবিস্ফোরণ কাকে বলে?
কোন দেশের জন্ম হারের তুলনায় মৃত্যুহার হঠাৎ করে দ্রুত হারে কমতে থাকলে ওই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে,জনসংখ্যার এরূপ বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে।
৮) জনস্বল্পতা কি?
কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনস্বল্পতা বলে।
৯) জনাকীর্ণতা বলতে কী বোঝো?
কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে। যেমন - ভারত, বাংলাদেশ, পাকিস্তান ।
১০)জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে ?
কোন দেশের জমির বহন ক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে ও প্রতি বছর বৃদ্ধি পেতে থাকলে তাকে বলে জনসংখ্যার বৃদ্ধি ।
১১)শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো ?
জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। এই সময় মোট পরিব্রাজন সহ মোট জন্মহার ও মোট মৃত্যুহারের অন্তরফল শূন্য হয়।
১২)জন বিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়?
জন বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়।
১৩)সেন্সাস কি?
সেন্সাস হল একটি সুনির্দিষ্ট পদ্ধতি যার দ্বারা দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়।
১৪)কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা কে বলেছেন?
অধ্যাপক জিমারম্যান কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলেছেন।
১৫)জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহর কোনটি?
জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহর মুম্বাই।
১৬)ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল।
১৭)সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবন যাত্রার মান কেমন হয়?
সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবন যাত্রার মান অবনত হয়।
১৮)ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি?
ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য হল কেরালা ,যার সাক্ষরতা ৯৩.৯১%।
১৯)ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল।
২০)জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো ?
কোন দেশে জন্মহার এর তুলনায় মৃত্যুহার যখন বেশি হয় তখন তাকে বলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি।
২১)ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির যেকোনো দুটি কারণ লেখ।
ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হল -
ক) শিক্ষা ও সচেতনতার অভাব।
খ) অল্প বয়সে বিবাহ।
২২)পরিব্রাজন কাকে বলে?
প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক ,অর্থনৈতিক ইত্যাদি কারণে মানুষ যখন স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য গমন করে তখন তাকে পরিব্রাজন বলে।
২৩)অভিবাসন কি?
বিভিন্ন অনুকূল কারণের প্রভাবে মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে আসে তখন পরিব্রাজনের এই প্রক্রিয়াকে নতুন দেশটির সাপেক্ষে অভিবাসন বলে।
২৪)প্রবাসন কি?
বিভিন্ন প্রতিকূল কারণের প্রভাবে মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে নিজেদের ছেড়ে অন্য দেশে যায় তখন পরিব্রাজনের এই প্রক্রিয়াকে পূর্ববর্তী দেশটির সাপেক্ষে প্রবাসন বলে।
২৫)মেধা প্রবাহ কাকে বলে?
উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘ মেয়াদে স্থানান্তর কে মেধা প্রবাহ বলে।
২৬)Push factor ও Pull factor কাকে বলে?
যেসব প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয় তাকে Push factor বলে।
যেসব অনুকূল কারণগুলির জন্য মানুষ অন্যত্র গমন করে সে কারণগুলিকে Pull factor বলে।
২৭)জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কি?
কোন দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়।
২৮)Age sex pyramid কাকে বলে?
যে লেখচিত্রের সাহায্যে কোন দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স ও লিঙ্গের ভিত্তিতে জন্ম, মৃত্যু, আয়তন ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকে Age sex pyramid বলে ।
২৯)জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন হয়?
ব্যারেল আকৃতির হয় যার মধ্যদেশ স্ফীত ও শীর্ষদেশ সংকুচিত।
৩০)মানব উন্নয়ন কাকে বলে ?
মানব উন্নয়ন বলতে মানুষের আর্থসামাজিক উন্নয়ন কে বোঝায়।অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদি সব কিছুর উন্নতিকে বোঝায় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন