সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চমাধ্যমিক ভূগোল:- জনসংখ্যা Important SAQ Class 12 Geography - Population

উচ্চমাধ্যমিক ভূগোল 
জনসংখ্যা 
 Important  SAQ
Class 12 Geography - Population 

১)'মানুষ জমি অনুপাত' এর সংজ্ঞা দাও। 

কোন দেশের মোট জনসংখ্যার ও মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। 

২) আদর্শ মানুষ জমি অনুপাত কে কি বলে ?

আদর্শ মানুষ জমি  অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে ।

৩)জনঘনত্ব কাকে বলে?

কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির আয়তনের অনুপাতকে সেখানকার জনঘনত্ব বলে। 

৪)২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? 

প্রায় ১২১ কোটি। 

৫)কাম্য জনসংখ্যা কাকে বলে?

কোন দেশের জনসংখ্যা যখন সেই দেশের উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে বা কার্যকরী জমির অনুপাতের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে ওঠে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে।

৬) কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য লেখো। 

 ক) এটি জনাকীর্ণতা ও জনস্বল্পতার নির্ধারক।
খ) এটি জনসংখ্যা ও উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য সূচক ।

)জনবিস্ফোরণ কাকে বলে?

কোন দেশের জন্ম হারের তুলনায় মৃত্যুহার হঠাৎ করে দ্রুত হারে কমতে থাকলে ওই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে,জনসংখ্যার এরূপ বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে। 

৮) জনস্বল্পতা  কি? 

কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনস্বল্পতা বলে। 

৯) জনাকীর্ণতা বলতে কী বোঝো? 

কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে। যেমন - ভারত, বাংলাদেশ, পাকিস্তান ।

১০)জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে ?

কোন দেশের জমির বহন ক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে ও প্রতি বছর বৃদ্ধি পেতে থাকলে তাকে বলে জনসংখ্যার বৃদ্ধি ।

১১)শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো ? 

জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। এই সময় মোট পরিব্রাজন সহ মোট জন্মহার ও মোট মৃত্যুহারের অন্তরফল শূন্য হয়। 

১২)জন বিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়?

জন বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়। 

১৩)সেন্সাস কি? 

সেন্সাস হল একটি সুনির্দিষ্ট পদ্ধতি যার দ্বারা দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। 

১৪)কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা কে বলেছেন

অধ্যাপক জিমারম্যান কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলেছেন। 

১৫)জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহর কোনটি?

জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহর মুম্বাই। 

১৬)ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। 

১৭)সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবন যাত্রার মান কেমন হয়? 

সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবন যাত্রার মান অবনত হয়। 

১৮)ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি?

ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য হল কেরালা ,যার সাক্ষরতা ৯৩.৯১%। 

১৯)ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল। 

২০)জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো ?

কোন দেশে জন্মহার এর তুলনায় মৃত্যুহার যখন বেশি হয় তখন তাকে বলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি। 

২১)ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির যেকোনো দুটি কারণ লেখ। 

ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হল -
ক) শিক্ষা ও সচেতনতার অভাব। 
খ) অল্প বয়সে বিবাহ। 

২২)পরিব্রাজন কাকে বলে?

প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক ,অর্থনৈতিক ইত্যাদি কারণে মানুষ যখন স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য গমন করে তখন তাকে পরিব্রাজন বলে।

২৩)অভিবাসন কি? 

বিভিন্ন অনুকূল কারণের প্রভাবে মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে আসে তখন পরিব্রাজনের এই প্রক্রিয়াকে নতুন দেশটির সাপেক্ষে অভিবাসন বলে।

২৪)প্রবাসন কি? 

বিভিন্ন প্রতিকূল কারণের প্রভাবে মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে নিজেদের ছেড়ে অন্য দেশে যায় তখন পরিব্রাজনের এই প্রক্রিয়াকে পূর্ববর্তী দেশটির সাপেক্ষে প্রবাসন বলে।

২৫)মেধা প্রবাহ কাকে বলে?

উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশে দীর্ঘ মেয়াদে স্থানান্তর কে মেধা প্রবাহ বলে। 

২৬)Push factor ও Pull factor কাকে বলে?

যেসব প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয় তাকে Push factor বলে।

যেসব অনুকূল কারণগুলির জন্য মানুষ অন্যত্র গমন করে সে কারণগুলিকে Pull factor বলে।

২৭)জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কি? 

কোন দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়। 

২৮)Age sex pyramid কাকে বলে?

যে লেখচিত্রের সাহায্যে কোন দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স ও লিঙ্গের ভিত্তিতে জন্ম, মৃত্যু, আয়তন ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকে Age sex pyramid বলে ।

২৯)জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন হয়? 

ব্যারেল আকৃতির হয় যার মধ্যদেশ স্ফীত ও শীর্ষদেশ সংকুচিত।

৩০)মানব উন্নয়ন কাকে বলে ?

মানব উন্নয়ন বলতে মানুষের আর্থসামাজিক উন্নয়ন কে বোঝায়।অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদি সব কিছুর উন্নতিকে বোঝায় । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...