নিয়ত বায়ুপ্রবাহ (Planetary winds)
পৃথিবীর বিভিন্ন অংশে কতকগুলি স্থায়ী নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আছে বলে কতকগুলি বায়ুও সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এদের বলে নিয়ত বায়ু।
নিয়ত বায়ু প্রধানত তিন প্রকারের -
- আয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু।
আয়ন বায়ু
উত্তর ও দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে দুটি বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় তাই এই দুটি বায়ুকে যথাক্রমে উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। 'অয়ন' কথাটির অর্থ পথ।
আগেকার দিনে পালতোলা বাণিজ্য জাহাজ এই নিয়মিত বায়ু প্রবাহের সাহায্যে নির্দিষ্ট পথে চলাচল করত বলে এই বায়ুর নাম হয়েছে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু।

পশ্চিমা বায়ু
উত্তর ও দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুটি বায়ু দুটি মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিতভাবে প্রবাহিত হয়, এদের বলে পশ্চিমাবায়ু ।
ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু নামে এবং উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়।
দক্ষিণ গোলার্ধে ৪০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় কম বাধাপ্রাপ্ত হয় এবং সারা বছর প্রবল বেগে প্রবাহিত হতে পারে ।একে বলে গর্জনশীল চল্লিশা।
মেরু বায়ু
সুমেরু ও কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে দুটি বায়ু নিয়মিত ভাবে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় একে বলে মেরু বায়।
ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু ও প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন