সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উচ্চ মাধ্যমিক ভূগোল / প্রাথমিক ক্রিয়াকলাপ : কৃষিকাজ /পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন - উত্তর / Class 12 Geography - Agriculture/All about Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল 
প্রাথমিক ক্রিয়াকলাপ : কৃষিকাজ 
পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন - উত্তর/Class 12 Geography - Agriculture

১) আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। 

পৃথিবীর যে সকল অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের মাধ্যমে কৃষিকাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলে। 
ভারত বাংলাদেশ শ্রীলংকা প্রভৃতি দেশে এই  কৃষি লক্ষ্য করা যায় ।

) শুষ্ক কৃষি বলতে কী বোঝো?

কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে জল সেচের সাহায্য ছাড়া কেবল সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে খরা সহ্যকারী কৃষিজ ফসল উৎপাদন করাকে শুষ্ক কৃষি বলে। 

)মিশ্র কৃষি কাকে বলে?

যে কৃষি ব্যবস্থায় জমিতে বিভিন্ন ফসল উৎপাদন ও পশুপালন একত্রে করা হয় তাকে বলে মিশ্র কৃষি। 

৪) স্থানান্তর কৃষি কি? 

বনাঞ্চল কেটে বা পুড়িয়ে নতুন কিছু জমি প্রস্তুত করে স্বল্পকাল চাষ করার পর সেই জমি ছেড়ে অন্য নতুন জমি তৈরি করে কৃষিকাজ করার পদ্ধতি হলো স্থানান্তর কৃষি। 

) কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি ? 

কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম পোনম। 

৬)মালেশিয়ার স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? 

মালয়েশিয়ার স্থানান্তর কৃষির স্থানীয় নাম লাদাং । 

৭)মেক্সিকোর স্থানান্তর স্থানীয় নাম কি? 

মেক্সিকোর স্থানান্তর কৃষিকাজ ব্যবস্থাকে স্থানীয় ভাষায় মিলপা বলে।

৮)শস্যাবর্তন কাকে বলে?

একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বা বছরে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদন করার বিশেষ পদ্ধতিকে বলা হয় শস্যাবর্তন। যেমন - গম চাষের পর আলু চাষ তারপর ডাল চাষ তারপর আবার গম চাষ। 

৯) শস্যাবর্তনের প্রধান সুবিধা কি? 

জমির উর্বরতা বজায় থাকে এবং নাইট্রোজেন স্থিতিকরণ বৃদ্ধি পেয়ে সারা বছর অনেক ফসল উৎপাদন হয়। 

১০)শস্য প্রগাঢ়তা  কি? 

প্রকৃত চাষের জমির সাথে মোট চাষের জমির অনুপাতের শতকরা হারকে শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা  বলা হয়। 

১১)কোন অঞ্চলে শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়?

শস্য প্রগাঢ়তা = মোট চাষের জমি/প্রকৃত চাষের জমি X 100 

১২)জীবিকা সত্তাভিত্তিককৃষি কাকে বলে

যে কৃষি ব্যবস্থায় মূলত জীবনধারনের প্রয়োজনে শস্য উৎপাদন করা হয় তাকে জীবিকা সত্তাভিত্তিক বা জীবন ধারন ভিত্তিক কৃষি বলে । 

১৩)বাণিজ্যিক কৃষি বলতে কী বোঝায়? 

শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পরিকাঠামোর সাহায্যে যে কৃষি কাজ করা হয় তাকে বাণিজ্যিক কৃষি বলা হয়।

১৪)বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও। 

শহরের উপকণ্ঠে মানুষের চাহিদা মেটানোর জন্য বিজ্ঞানসম্মত উপায়ে শাকসবজি, ফলমূল ,ভেষজ উদ্ভিদ বৃহৎ পরিমাণে উৎপাদন করাকে বাজার বাগান কৃষি বলে। 

১৫)উদ্যান কৃষি বা হর্টিকালচার কাকে বলে ?

বাজার বাগান কৃষির থেকে বৃহৎ শহরের কাছেই  আধুনিক উপায়ে  বাণিজ্যিক উদ্দেশ্যে সুশৃংখলভাবে ফুল ও ভেষজ চাষ হয় এবং কাছের  বাজারে বিক্রি হয়, একে বলে উদ্যান কৃষি বা হর্টিকালচার ।

১৬)ট্রাক ফার্মিং কি? 

বাজারভিত্তিক বাগানে কৃষিজ ফসল ,শাকসবজি, ফুল, ফল ইত্যাদি পচনের হাত থেকে রক্ষার জন্য ট্রাকে করে খুব তাড়াতাড়ি বাজারে পাঠানো হয় বলে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই বাজারভিত্তিক বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে।

১৭)বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি কোন কোন দেশে প্রচলিত?

জার্মানি, স্পেন,ইতালি ,নেদারল্যান্ড ইত্যাদি দেশে। 

১৮)ফ্লোরিকালচার কাকে বলে?

সারা বছর ফোটে এমন ফুল বা মরসুমি ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে। যেমন - গোলাপ, টিউলিপ, গাঁদা ইত্যাদি। 

১৯)পোমামকালচার কি? 

সারা বছর ধরে পাওয়া যায় এমন ফলের চাষকে বলা হয়  পোমামকালচার।যেমন - বেদানা, নাসপাতি ,পেয়ারা ইত্যাদি। 

২০)ওলেরিকালচার কি ?

মরসুমি শাক সবজির সারা বছরের উৎপাদনকে   
ওলেরিকালচার বলে। যেমন - কুমড়ো, পটল ইত্যাদি। 

২১)ইন্টারকালচার কাকে বলে?

বহু ফসলী কৃষি ব্যবস্থায় প্রগাঢ় কৃষি পদ্ধতিতে জমিতে সারা বছর ধরে ফসল ফলানো ও ফসল তোলা চলতে থাকে, এরূপ কৃষি ব্যবস্থাকে ইন্টারকালচার  বলে। 
* (একটি মাত্র জমিতে সারা বছর দুই বা ততোধিক ফসল চাষ হলে তাকে অলিগোকালচার বলা হয়।) 
*(কোন জমিতে সারা বছর একটি মাত্র ফসল চাষ হলে তাকে মনোকালচার বলে। ) 

২২)সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 

১৯৬০ খ্রিস্টাব্দে ভারতে খাদ্য সমস্যার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে, উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের মাধ্যমে কৃষি ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয় তা সবুজ বিপ্লব নামে  পরিচিত। 

২৩)শস্য সমন্বয় বলতে কী বোঝো?

মোট কর্ষণরত জমিতে প্রধান ও অপ্রধান শস্য গুলির মধ্যে বন্টনের গাণিতিক সম্পর্ক যে শস্য বিন্যাস গড়ে তোলে তাকে শস্য সমন্বয় বলে। 
যেমন- একসঙ্গে দুটি শস্য বা তার বেশি শস্য উৎপাদন । 

২৪)শস্য সমন্বয়ের ধারণাটি প্রথম কে দেন? 

জে সি উইভার। 

২৫)মিলেট কি? 

ভারতের অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে উৎপাদিত ক্ষুদ্র দানাশস্য জোয়ার, বাজরা ও রাগি কে একত্রে মিলেট বলা হয়।

২৬)পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি?

 চীন 

২৭) ভারতের সর্বাধিক ধান উৎপাদন কোথায় হয়? 

পশ্চিমবঙ্গে 

২৮)ভারতের গম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? 

উত্তর প্রদেশ। 

২৯)পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? 

আমেরিকার প্রেইরি  অঞ্চলকে । 

৩০)ভারতের প্রধান প্রধান ডাল উৎপাদক রাজ্য গুলির নাম লেখ। 

মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান। 

৩১)ভারতের দুটি প্রধান চিনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখ। 

ওড়িশা ও উত্তর প্রদেশ। 

৩২)দুটি অভোজ্য তৈলবীজের উদাহরণ দাও। 

রেডি ও তিসি। 

৩৩)ভারতের কোন রাজ্য মিলেট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

রাজস্থান 

৩৪)ভারতের কোথায় কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে?

ভারতের চিকমাগালুরে । 

৩৫)কোন জাতীয় মৃত্তিকা চা চাষের পক্ষে উপযুক্ত? 

অম্লধর্মী ম্যাঙ্গানিজ ও লোহা সমৃদ্ধ উর্বর দোঁয়াশ মৃত্তিকা। 

৩৬)সোনালী তন্তু কাকে বলে? 

পাটকে 

৩৭)কোকোনাট ট্রায়াঙ্গেল কাকে বলে?

শ্রীলঙ্কার পুট্টালাম, পুর নেগালা এবং গল এই তিনটি নারকেল উৎপাদক স্থানকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে ত্রিভুজ গঠিত হয় তাকে কোকোনাট ট্রাই অ্যাঙ্গেল বলে।

৩৮)ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? 

উত্তর প্রদেশ। 

৩৯)ভারতের কোথায় কোথায় নারিকেল চাষ বেশি হয়

ভারতের কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে নারকেল চাষ বেশি হয়। 

৪০)দোহ কৃষি কি? 

বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা গোপালন ব্যবস্থার মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধ যত দ্রব্যাদি প্রস্তুত করার ব্যবস্থাকে দোহ কৃষি বলে। 

৪১)অপারেশন ফ্লাড কথাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত?

শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। 

৪২)মালচিং পদ্ধতি কোন কৃষিতে দেখা যায়?

শুষ্ক কৃষি পদ্ধতিতে। 

৪৩)সবুজ বিপ্লবের প্রধান উপাদান কোনটি? 

উচ্চ ফলনশীল বীজ

৪৪)শ্বেত বিপ্লব বলতে কী বোঝায়? 

১৯৭০ সালে ন্যাশনাল ডেয়ারি  ডেভেলপমেন্ট বোর্ড এর সাহায্যে ভারতের দুধ উৎপাদনে যে অভাবনীয় অগ্রগতি ঘটেছিল তাকে শ্বেত বিপ্লব বলা হয়। 

৪৫)নীল বিপ্লব কাকে বলে?

ভারতে অভ্যন্তরীণ এবং সামুদ্রিক মৎস্য উৎপাদনে অভাবনীয় উন্নতির ঘটনা নীল বিপ্লব নামে পরিচিত। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দশম শ্রেণী ভূগোল ম্যাপ পয়েন্টিং মাধ্যমিক Class 10 Geography map pointing

  Click the picture Click the picture   Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture Click the picture

চাহিদা (Demand) – অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি MCQ প্রশ্নোত্তর | Economics Notes in Bengali

  চাহিদা (Demand) – 50টি গুরুত্বপূর্ণ MCQ 1 . চাহিদা বলতে কী বোঝায়? a) আকাঙ্ক্ষা b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা c) উৎপাদন d) সরবরাহ ✔ উত্তর: b) ক্রয়ক্ষম আকাঙ্ক্ষা 2. চাহিদার তিনটি উপাদান হলো— a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা b) প্রয়োজন + উৎপাদন + সরবরাহ c) প্রয়োজন + আয় + শ্রম d) শ্রম + পুঁজি + ভূমি ✔ উত্তর: a) প্রয়োজন + অর্থ + ইচ্ছা 3. চাহিদার আইন কে প্রবর্তন করেন? a) অ্যাডাম স্মিথ b) আলফ্রেড মার্শাল c) কেইনস d) পিগু ✔ উত্তর: b) আলফ্রেড মার্শাল 4. চাহিদার আইনের মূল কথা কী? a) দাম বাড়লে চাহিদা বাড়ে b) দাম বাড়লে চাহিদা কমে c) দাম কমলে চাহিদা কমে d) আয় বাড়লে চাহিদা কমে ✔ উত্তর: b) দাম বাড়লে চাহিদা কমে 5. চাহিদা বক্ররেখা সাধারণত কেমন হয়? a) ঊর্ধ্বমুখী b) নিম্নমুখী c) সমান্তরাল d) উল্লম্ব ✔ উত্তর: b) নিম্নমুখী 6. চাহিদার আইনের কার্যকারিতা কোন শর্তে বজায় থাকে না? a) আয়ের স্তর অপরিবর্তিত থাকলে b) ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে c) দাম অপরিবর্তিত থাকলে d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে ✔ উত্তর: d) ভোক্তার আয় ক্রমাগত বাড়লে 7. চাহিদা বক্ররেখা আঁকতে X অক্ষের উপর থাকে— a) দাম b) চাহিদার পরিমাণ c)...

প্রশ্নমালা(Questionnaire) কি? প্রশ্নমালার প্রকারভেদ/প্রশ্নমালার সুবিধা ও অসুবিধা

What is questionnaire?/ প্রশ্নমালা কি?  ভূগোলের গবেষণা বা বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তথ্য সংগ্রহের একটি অন্যতম পদ্ধতি হল প্রশ্নমালা পদ্ধতি বা questionnaire method.  এই পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সুপরিকল্পিত ও সুসজ্জিত কিছু প্রশ্ন লিখিত আকারে উত্তরদাতার কাছে রাখে এবং উত্তরদাতা সেটি পূরণ করে সাক্ষাৎ গ্রহণকারীকে দেয় । Characteristics of questionnaire (প্রশ্নমালার বৈশিষ্ট্য ) :- একটি আদর্শ প্রশ্নমালার কতকগুলি বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে ।সেগুলি হল - প্রশ্নের ভাষা সহজ এবং সরল হতে হবে।  প্রশ্নের ভাষা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া দরকার।  সব ধরনের মানুষ বুঝতে পারবে এমন প্রশ্ন করা উচিত।  প্রশ্নগুলি যেন উত্তর দাতার পরিবেশের সঙ্গে মানানসই হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।  উত্তরদাতার আত্মমর্যাদা কে সম্মান দিয়ে প্রশ্নপত্র তৈরি করা উচিত।  দীর্ঘ গননা দরকার এমন প্রশ্ন এড়িয়ে চলা প্রয়োজন।  যেসব প্রশ্নের একাধিক উত্তর বা অসম্পূর্ণ উত্তর হয় সেসব প্রশ্ন এড়িয়ে চলা উচিত।    Step...