পর্যটন ভূগোল Tourism Geography
Define tourism.
অবসর সময় কাটানো, বিনোদন ,প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা প্রভৃতি নানাবিধ উদ্দেশ্যে মানুষ যখন প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ড থেকে সময় বের করে নতুন কোন স্থানে যাত্রা করে এবং সময় কাটায় ও এক অভিনব অভিজ্ঞতা অর্জন করে, তখন তাকে পর্যটন বলে। অন্যভাবে বলা যায় পর্যটন হল এক ব্যবসায়িক কর্মকান্ড যা পর্যটকদের অর্থের বিনিময় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং পরিষেবা প্রদান করে।
What is Leisure?
কর্মবিহীন সময়ে মানুষের বিশ্রাম নেওয়াকে অবসর বলে। এটা স্বল্পকালীন বা দীর্ঘকালীন হতে পারে।
What is Recreation?
চিত্ত বিনোদন হল অবসর সময় অতিবাহিত করা এবং মানসিক আনন্দের উদ্দেশ্যে করা কাজ। যেমন বই পড়া ,গান শোনা, সিনেমা দেখা ইত্যাদি।
What is journey?
কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে যাত্রা বলে ।
What is travel?
কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোন বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে স্বল্প দূরত্বে বা দীর্ঘ দূরত্বের কোন স্থানে যাত্রা করে,তখন তাকে ভ্রমণ বলে।
What is tour?
কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের উৎস থেকে গন্তব্যের দিকে যাত্রা এবং পরবর্তী সময়ে পুনরায় উৎস পর্যন্ত ফিরে আসার সম্পূর্ণ যাত্রা পর্বকে সফর বলে।
What is international tourism ?
পর্যটক যখন নিজের দেশের সীমানার বাইরে কোন স্থানে পর্যটনে যান তখন তাকে আন্তর্জাতিক পর্যটন বলে।
What is national or domestic tourism?
পর্যটকরা নিজের দেশের অভ্যন্তরে অর্থাৎ নিজের দেশের সীমানার মধ্যে ভ্রমণ করে থাকলে তাকে অভ্যন্তরীণ পর্যটন বলে।
Mention any two difference between National tourism and international tourism .
১) অভ্যন্তরীণ পর্যটনে পর্যটক দেশের নিজস্ব সীমানার মধ্যে ভ্রমণ করে।
অপরপক্ষে আন্তর্জাতিক পর্যটনে পর্যটক নিজের দেশের সীমানার বাইরে কোন স্থানে গিয়ে ভ্রমণ করে।
২) অভ্যন্তরীণ পর্যটন কম সময় নির্ভর এবং তুলনামূলকভাবে কম ব্যয়বহুল।
অপরদিকে আন্তর্জাতিক পর্যটন অধিক সময় নির্ভর এবং অত্যাধিক ব্যয়বহুল।
Mention the concept of adventure tourism.
রোমাঞ্চকর পর্যটন এক নবীনতম পর্যটন ব্যবস্থা।এই পর্যটন ব্যবস্থা সাধারণত পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে সরে গিয়ে কোন ক্ষুদ্র প্রতিকূল এলাকায় ব্যতিক্রমী অভিজ্ঞতাদানের ব্যবস্থা করা হয় ।যার সাথে শারীরিক এবং মানসিক পরিশ্রম যুক্ত থাকে ।
What is medical tourism?
বর্তমানে বহু মানুষ রোগ নিরাময়ের জন্য কোন উন্নত স্থানে কম খরচে ভালো চিকিৎসা পাওয়ার জন্য সমাগম ঘটায়,এই ধরনের পর্যটনকে চিকিৎসা ভিত্তিক পর্যটন বলে। যেমন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ উন্নত চিকিৎসা পাওয়ার জন্য চেন্নাই বা ভেলোরে যায়।
What are the motives Behind Pilgrimage tourism?
মানুষ নিজ ধর্মের দায়িত্ব পালনের উদ্দেশ্যে এবং মানসিক শান্তির উদ্দেশ্যে ধর্মীয় পর্যটন করে থাকেন। এক্ষেত্রে মানুষ ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন করেন।
মক্কা, মদিনা ,কেদারনাথ ,বদ্রিনাথ বুদ্ধগয়া প্রভৃতি হল বিভিন্ন ধর্মীয় স্থান। এই সমস্ত স্থানকে কেন্দ্র করে ধর্মীয় পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে।
What is Heritage tourism?
যখন কোন ঐতিহাসিক নিদর্শন অর্থাৎ স্থাপত্য,ভাস্কর্য, দুর্গ,স্মৃতিসৌধ প্রভৃতিকে কেন্দ্র করে কোন পর্যটন ব্যবস্থা গড়ে ওঠে তখন তাকে ঐতিহ্যভিত্তিক পর্যটন বলে। জ্ঞানপিপাসু মানুষ কোন স্থানের বিবর্তনের ইতিহাস জানতে এবং জ্ঞান লাভ করতে এই ধরনের পর্যটনে অংশগ্রহণ করে। ভারতের দিল্লি চেন্নাই আগ্রা রাজস্থান প্রভৃতি স্থানগুলি হল এই ধরনের ঐতিহ্য ভিত্তিক পর্যটন শিল্প কেন্দ্র।
What is cultural tourism?
কোন নির্দিষ্ট স্থানের সংস্কৃতিকে ভালোভাবে জানা ও বোঝার উদ্দেশ্যে মানুষ যখন সেই স্থানে ভ্রমণ করে থাকে তখন তাকে সাংস্কৃতিক পর্যটন বলে।
যেমন - দুর্গাপুজোর সময় বহু দেশী এবং বিদেশি মানুষ কলকাতায় ভিড় জমায়।
What is sustainable tourism ?
কোন পর্যটন স্থান এর প্রাকৃতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং পর্যটনের উপর বিভিন্ন কু - প্রভাব গুলিকে হ্রাস করা যে পর্যটন ব্যবস্থার মূল উদ্দেশ্য তাকেই স্থিতিশীল পর্যটন বলা হয়।
Who are tour operators?
ভ্রমণ পরিচালক হল এমন একটি সংগঠন যারা ব্যবসায়িক উদ্দেশ্যে পর্যটকদের নানাবিধ সেবা ও সুবিধা প্রদান করে থাকে। এই সমস্ত সংস্থা পর্যটকদের জন্য যানবাহনের ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা ,খাবারের ব্যবস্থা ,দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের ব্যবস্থা ইত্যাদি নানাবিধ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে, যার ফলে পর্যটন ব্যবস্থা আরো বেশি গতিশীল হয়ে ওঠে।
Which skill required for tourist guide?
১) Tour guide কে ভ্রমণের গন্তব্যস্থলের পরিবেশ, সংস্কৃতি, আইন, প্রভৃতি সম্পর্কে সার্বিক জ্ঞান থাকা প্রয়োজন।
২) ট্যুর গাইড কে সাহসী ,উদ্যমী ও বন্ধুত্বসুলভ হওয়া প্রয়োজন।
What is Eco tourism ?
পরিবেশ সংরক্ষণের দিকে সচেতন ভাবে লক্ষ্য রেখে যে পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইকো ট্যুরিজম বলে।ইকো ট্যুরিজম পরিবেশের ওপর কুপ্রভাব গুলিকে হ্রাস করে অঞ্চলটির সার্বিক উন্নয়ন ঘটায় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক সুন্দর পরিবেশকে উপস্থাপন করে।
Niche Tourism?
বিশেষত নির্দিষ্ট কোন উদ্দেশ্যে স্বল্প সংখ্যক সদস্যদের নিয়ে যে পর্যটন গড়ে ওঠে তাকে Niche Tourism বলে।
যেমন - বিশ্বকাপ খেলা যে দেশে আয়োজিত হয় সেই দেশে বহু পর্যটক শুধুমাত্র খেলা দেখার জন্যই ভ্রমণ করে।
Mention the role of internet to promote the tourism.
১)ইন্টারনেটের মাধ্যমে পর্যটকরা খুব সহজেই পর্যটন স্থান সম্পর্কে আগাম নানাবিধ তথ্য সংগ্রহ করতে পারে।
২)ইন্টারনেটের মাধ্যমে পর্যটকরা অনেক আগে থেকেই খুব সহজে হোটেল ও যানবাহনের টিকিট বুকিং করতে পারে।
৩) বর্তমানে ইন্টারনেটের মাধ্যমেই পর্যটকরা দেশের নানা প্রান্তের নতুন নতুন পর্যটন কেন্দ্র সম্পর্কে জানতে পারছে যা পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
Write two benefits of foreign capital in Indian tourism industry.
১) ভারতের পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী ভারত একটি পর্যটন ক্ষেত্র হিসেবে উল্লেখযোগ্য স্থান পাচ্ছে।
২) বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হারে বাড়ছে তার সঙ্গে সঙ্গে পরিকাঠামগত উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।
What is budget plan in tour planning?
যাতায়াত ,হোটেল ,খাবার ও আনুষাঙ্গিক আরো ভ্রমণের সম্ভাব্য খরচ সংক্রান্ত হিসাবকে Tour budget plan বলে। ভ্রমণ পরিকল্পনার এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন