জল বিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝ? জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো - Watershed management -All about Geography
জল বিভাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝ? জলবিভাজিকা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো - Watershed management -
যে সামগ্রিক পরিকল্পনার মাধ্যমে কোন নদী ও তার উপনদী, শাখানদী , উপত্যকাসহ সমগ্র অববাহিকার এবং পার্শ্ববর্তী উচ্চভূমি অঞ্চলে খরা, বন্যা, ভূমিধস, ভূমিক্ষয় প্রতিরোধ করে পরিবেশের উপাদান , বাস্তুতন্ত্র ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা হয় তাকে জলবিভাজিকা ব্যবস্থাপনা বলে।
উদাহরণস্বরূপ বলা যায় দামোদার উপত্যকার বহুমুখী নদী পরিকল্পনা (DVC) ভারতের স্বাধীনতার পর স্থাপিত সর্বপ্রথম জলবিভাজিকা ব্যবস্থাপনা।
উদ্দেশ্যসমূহ :-
১) নদীর নিম্ন প্রবাহে বন্যার প্রকোপ কমানো।
২) জলবিভাজিকা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় রোধ করা।
৩) জল বিভাজিকা অঞ্চলের মৃত্তিকা এবং জল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
৪) জলবিভাজিকা অঞ্চলে নদী গর্ভকে অতিরিক্ত পলি থেকে মুক্ত রাখা এবং ভূমিক্ষয় রোধ করা।
৫) জলসম্পদের সুষ্ঠুভাবে ব্যবহারকে সুনিশ্চিত করা।
৬) স্থানীয় অধিবাসীদের জলবিভাজিকা ব্যবস্থাপনায় বিভিন্ন কর্ম প্রকল্পে নিযুক্ত করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা।
৭) সমগ্র অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।
৮) কৃষিতে জল সেচের ব্যবস্থা করা ,জলবিদ্যুৎ উৎপাদন করা, জল পরিবহন প্রভৃতি কাজে জল সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো ইত্যাদি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন